Saturday, March 31, 2012

তেজিন্দর সিং ঘুষ প্রস্তাব করেছিলেন ভারতের সেনাপ্রধানকে!



ভারতের সেনাপ্রধান জেনারেল ভিকে সিংকে ১৪ কোটি রুপি ঘুষ দেয়ার প্রস্তাব দেয়া হয়েছিল। সম্প্রতি তিনি অভিযোগ করার পর ভারতের রাজনীতিতে চলছে গরম হাওয়া। তার পদত্যাগ দাবি করা হয়েছে। সরকার পড়েছে বেকায়দায়। তিনি তখন অবশ্য বলেননি তাকে কে ঘুষ দেয়ার প্রস্তাব দিয়েছিলেন। তবে গতকাল তা প্রকাশ করে দিলেন। তিনি বললেন, একটি কোম্পানির প্রায় ৬০০ ট্রাকের ক্লিয়ারেন্স পাওয়ার জন্য তাকে ওই পরিমাণ অংকের ঘুষ প্রস্তাব করেছিলেন আরেক সেনা কর্মকর্তা। তিনি হলেন লেফটেন্যান্ট জেনারেল তেজিন্দার সিং। গোয়েন্দা সংস্থা সিবিআই সূত্র বলেছে, ভিকে সিং তাদেরকে বলেছেন, তিনি বিষয়ে খুব শিগগিরই আরও প্রমাণ তুলে দেবেন। খবর দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, গোয়েন্দারা এরই মধ্যে বিষয়ে তদন্ত শুরু করেছেন। তারা ঘটনায় নাম উঠে আসায় তেজিন্দার সিংকে জিজ্ঞাসাবাদ করতে পারেন। সূত্র আরও বলেছেন, বিষয়ে সংসদীয় তদন্ত বা নিয়মিত এফআইআর করার হবে কিনা তা খুব শিগগিরই সিদ্দান্ত নেয়া হবে। ওদিকে তেজিন্দর সিং দুর্নীতিতে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। এরই মধ্যে তিনি সেনাপ্রধান অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে মানহানী মামলা করেছেন।

No comments:

Post a Comment