
সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের দিন ফুরিয়ে এসেছে-এমন মন্তব্য করেছেন শান্তিতে নোবেল পুরস্কার জয়ী ইয়েমেনের অধিকার আন্দোলন কর্মী তাওয়াকুল কারমান। ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহকে ক্ষমতা থেকে সরাতে ইয়েমেনজুড়ে যে গণঅভ্যুত্থান হয়, তার অন্যতম প্রধান রূপকার তাওয়াকুল কারমান। রোববার তুরস্কে সিরীয় শরণার্থী শিবির পরিদর্শনের সময় দেশ থেকে পালিয়ে আসা সিরীয়দের উদ্দেশে এ কথা বলেন তিনি। এ সময় শরণার্থীদের নিরাশ না হওয়ারও পরামর্শ দেন তিনি। তুরস্কের হাতাই প্রদেশের বয়নুইয়োগুন শরণার্থী শিবিরের একটি বড় তাঁবুতে উপস্থিত সিরীয় উদ্বাস্তুদের উদ্দেশে ভাষণ দেন তাওয়াকুল। তাঁবুটি শিবিরের মসজিদ হিসেবে ব্যবহার করা হয়। কারমান বলেন, আপনাদের অবস্থান সঠিক এটি পুরো বিশ্ব জানে। আল্লাহর ইচ্ছায় আপনাদের দেয়া রক্ত বৃথা যাবে না। আপনারা গণতান্ত্রিক পরিবেশে ফিরে যাবেন। আমরা সালেহর জমানার অবসান ঘটিয়েছি আল্লাহর ইচ্ছায়, প্রেসিডেন্ট আসাদের শেষ সময়ও ঘনিয়ে এসেছে। তার ভাষণের প্রত্যুত্তরে মুষ্টিবদ্ধ হাত তুলে ‘আল্লাহ মহান’ ধ্বনিতে সরব হয়ে ওঠে উপস্থিত শরণার্থীরা। সিরিয়া ও ইয়েমেন, দু’টি দেশেই ‘আরব বসন্ত’ নামে পরিচিতি পাওয়া আরব অঞ্চলের গণতন্ত্রকামী মানুষের গণঅভ্যুত্থান হয়। ইতিমধ্যে এই অভ্যুত্থানে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন ৩২ বছর ধরে ইয়েমেনের ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ। কিন্তু সিরিয়ার প্রেসিডেন্ট এখনও তার পদ ছাড়তে অনড়। এ ছাড়া গত এক বছর ধরে চলা এই গণতান্ত্রিক আন্দোলনে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেন আলি, মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারক ও লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি।
সাবেক এই শাসকদের মধ্যে গাদ্দাফি নিহত হয়েছেন, হোসনি মুবারক কারাগারে আর বেন আলি সৌদি আরবে স্বেচ্ছানির্বাসিত। ৩৩ বছর বয়সী সাংবাদিক তাওয়াকুলকে ‘বিপ্লবের জননী’ বলা হয়। গত বছর ইয়েমেনে প্রেসিডেন্ট সালেহবিরোধী গণঅভ্যুত্থানের প্রথম দিকে আন্দোলন সংঘটিত করতে ব্যাপক প্রভাব রাখেন তাওয়াকুল। আন্দোলনে ভূমিকার জন্য তাকে সে সময় কিছু দিন কারাবাসও করতে হয়। নারী অধিকার প্রতিষ্ঠা ও নারীর সুরক্ষায় অহিংস সংগ্রামের জন্য তাওয়াকুল কারমানকে লাইবেরিয়ান প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফ ও লাইবেরিয়ার শান্তি আন্দোলন কর্মী লেমাহ বোয়ির সঙ্গে একত্রে ২০১১ সালের নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়। তাওয়াকুল নোবেল পুরস্কার পাওয়া মানুষদের মধ্যে সবচেয়ে কম বয়সী এবং এ পুরস্কার পাওয়া প্রথম আরব নারী।
No comments:
Post a Comment