পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে ফের হুমকি দিয়েছে সুপ্রিম কোর্ট। ন্যাশনাল রিকনসিলিয়েশেন অর্ডিন্যান্স (এনআরও)-এর নিয়ে আদালত যে নির্দেশ দিয়েছেন তিনি যদি তা মেনে না চলেন তাহলে তার বিরুদ্ধে আবারও আদালত অবমাননার নোটিশ দেয়া হবে। ৭ সদস্যের বিচারকের আদালতে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ নিয়ে বিচারিক কার্যক্রম চলছে। ওই বেঞ্চের বিচারক এজাজ আফজাল খান বৃহস্পতিবার বলেছেন, আদালত যে নির্দেশ দেয় তা মানতে হবে। যদি গিলানি সেই নির্দেশ না মানেন তাহালে তার বিরুদ্ধে আরেকটি আদালত অবমাননার নোটিশ দেয়া হবে। সর্বশেষ গিলানির বিরুদ্ধে যে শুনানি অনুষ্ঠিত হয় সে সময় এটর্নি জেনারেল আনওয়ারুল হক বিচারক বেঞ্চকে জানিয়েছিলেনÑ তিনি কর্তৃপক্ষের কাছ থেকে এ মর্মে একটি নির্দেশনা পেয়েছেন। এ বিষয়ে রেজিস্ট্রার অফিসে একটি রিপোর্ট জমা দেয়া হবে। তার এ অনুরোধ গ্রহণ করে বেঞ্চ গতকাল পর্যন্ত শুনানি স্থগিত রাখেন। গত ২১শে মার্চ প্রধানমন্ত্রী গিলানি আদালতে হাজির হয়েছিলেন সশরীরে। তার আইনজীবী ইজাজ আহসান বলেছিলেন, আদালত সুইস কর্তৃপক্ষকে প্রেসিডেন্ট জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা চালু করার জন্য চিঠি লেখার যে নির্দেশ দিয়েছেন তা বাস্তবায়ন করা যাবে না, যতদিন আসিফ আলী জারদারি পাকিস্তানের প্রেসিডেন্ট থাকেন। এর কারণ, তিনি দেশে ও বিদেশে সাধারণ ক্ষমার অধীনে রয়েছেন। ২০০৭ সালে এনআরও জারি করে সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ পাকিস্তানে ফেরার পথ করে দেন আসিফ আলী জারদারি ও তার স্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে।
No comments:
Post a Comment