
অস্ট্রেলিয়ার সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্ব
কাঁপানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ (৪০)। তার
উইকিলিকস গতকাল এ কথা লিখেছে সামাজিক ওয়েবসাইট টুইটারে। গতকাল এ খবর দিয়েছে
বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, জুলিয়ান অ্যাসাঞ্জ অস্ট্রেলিয়ার নাগরিক।
যৌন হয়রানির এক অভিযোগে তার বিরুদ্ধে শুনানি চলছে বৃটিশ কোর্টে। ওই মামলায়
তাকে সুইডেনের হাতে তুলে দেয়ার আহ্বান জানানো হয়েছে। এ মামলা থেকে
বর্তমানে তিনি জামিনে মুক্ত রয়েছেন।
তিনি ওই যৌন হয়রানির কথা সরাসরি অস্বীকার করেছেন। বলেছেন, তার বিরুদ্ধে এবং
উইকিলিকসের কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ওই অভিযোগ
আনা হয়েছে। উইকিলিকস দাবি করেছে, তারা যাচাই করে দেখেছে যে- অ্যাসাঞ্জের
বিরুদ্ধে এখন যে আইনি ব্যবস্থা রয়েছে তাতে তিনি অস্ট্রেলিয়ার উচ্চ কক্ষ
সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। টুইটারে বলা হয়েছে, জুলিয়ান
নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। আরও বলা হয়েছে, তাদের পক্ষ থেকে
পার্লামেন্টের নিম্ন কক্ষের নির্বাচনের বর্তমান প্রধানমন্ত্রী জুলিয়া
গিলার্ডের আসন লালোরে তার বিরুদ্ধেও তারা প্রার্থী দেবে। আগামী বছর ওই
নির্বাচন হওয়ার কথা রয়েছে।
No comments:
Post a Comment