গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করার আগে নিজের মনের কথাগুলো বিশ্ববাসীর কাছে বলে গেছেন জামফেল ইয়েশি (২৭)। তিনি সবার উদ্দেশ্যে একটি চিঠি লিখে গেছেন। তাতে তিনি তিব্বতের স্বাধীকার আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। ওদিকে ইয়েশির মৃত্যুতে ভারতে বসবাসরত তিব্বতীরা শোকে মুষড়ে পড়েছেন। গতকাল বার্তা সংস্থা এপি জানায়, বুধবার ভারত সফরে এসেছেন চীনের প্রধানমন্ত্রী হু জিনতাও। আজ তার সফর শেষ হবে। তার সফরের প্রতিবাদে সোমবার আয়োজিত বিক্ষোভে নিজের গায়ে আগুন লাগান ইয়েশি। ভারতের পার্লামেন্টের বাইরে এ সময় তিনি পাগলের মতো তিব্বতের স্বাধীনতার স্লোগান দিয়ে দৌড়াতে থাকেন। তার গায়ে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন।
তিনি মাত্র ২ মিনিট নিজেকে সামলে ধরে দৌড়াতে পেরেছিলেন। তারপর রাস্তায় পড়ে যান। উপস্থিতজনরা ও পুলিশ এগিয়ে গিয়ে তার আগুন নিভিয়ে হাসপাতালে ভর্তি করে তাকে। চীনের প্রেসিডেন্ট হু জিনতাও বুধবার ভারতে আসার কয়েক ঘন্টা আগে ইয়েশি মারা যান। এ ঘটনার খবর সারা বিশ্বের মিডিয়া ফলাও করে প্রচার করে। মারা যাওয়ার আগে ইয়েশি তিব্বতবাসীকে অধিকার আদায়ের লড়াই চালানোর আহ্বান জানান। তিনি লিখেছেন, আমরা যখন আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি, তখন আপনার যদি অর্থ থাকে তাহলে এটাই সেই অর্থ খরচের সবচেয়ে উত্তম সময়। আপনি যদি শিক্ষিত হন তাহলে তার ফল বয়ে আনা উচিত। আপনি যদি আপনার জীবনকে নিয়ন্ত্রণ করতে চান তাহলে আমার মনে হয় আপনার জীবনকে উৎসর্গ করার সময় এসে গেছে।
তিব্বতের আন্দোলনকারীদের ওয়েবসাইট বার্নিং তিব্বত এই চিঠিটি ইংরেজিতে রূপান্তর করে তা প্রচার করেছে। তাতে বলা হয়েছে, ইয়েশি ওই চিঠিটি মারা যাওয়ার ১০ দিন আগে লিখেছেন। লিখে তার এপার্টমেন্টে রেখে দিয়েছিলেন। আত্মাহূতি দেয়ার পর বন্ধুরা তার ঘরে ওই চিঠি খুঁজে পান।
No comments:
Post a Comment