যে হাতি উত্তর প্রদেশের বহুজন সমাজবাদী পার্টির
নির্বাচনী প্রতীক, তাকে নিয়ে বেশ বেকায়দায় পড়েছেন ওই প্রদেশের সাবেক
মুখ্যমন্ত্রী মায়াবতী। ক্ষমতায় থাকাকালে তিনি বিভিন্ন পার্ক, বিভিন্ন
স্থাপনার সামনে নির্মাণ করিয়েছেন অসংখ্য হাতি, বিআর আম্বেদকার, কাশি রাম ও
নিজের প্রতিকৃতি। এতে কোটি কোটি রুপির দুর্নীতি হয়েছে বলে অভিযোগ আছে। এ
নিয়ে উত্তর প্রদেশের বর্তমান সমাজবাদী পার্টির সরকার প্রশ্ন তুলেছে। তারা এ
বিষয়টি তদন্তের নির্দেশ দেয়ার কয়েক ঘণ্টার মধ্যে সোমবার রাজ্যের সংশ্লিষ্ট
বিভাগ পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট ঘেরাও করে। লক্ষ্ণৌ, নয়ডা ও বিভিন্ন
স্থানেও ঘেরাও দেয়া হয়। যেসব পার্ক ও প্রতিষ্ঠানের সামনে হাতির প্রতিকৃতি
রয়েছে সেগুলোকে নজরে নিয়েছে কর্তৃপক্ষ। অভিযোগ আছে, সাবেক মুখ্যমন্ত্রী
মায়াবতী তার ক্ষমতার সময় এসব প্রতিকৃতি নির্মাণ করে জনগণের ৬০০ কোটি রুপি
নষ্ট করেছেন। তীব্র সমালোচনার মুখেও মায়াবতী নয়ডা’য় ৩৩ একরের একটি পার্ক
করেছেন বিআর আম্বেদকরের নামে। সেখানে হাতি, বিআর আম্বেদকর, কাশি রাম ও
মায়াবতীর মূর্তি বসাতে খরচ করা হয়েছে ৬৫০ কোটি রুপি। রাজ্যের স্বাস্থ্য ও
পরিবারকল্যাণ মন্ত্রী আহমেদ হাসান অভিযোগ করেছেন, এছাড়াও মায়াবতী বহু কোটি
রুপির জাতীয় স্বাস্থ্য মিশনেও দুর্নীতিতে জড়িত। তবে উত্তর প্রদেশের
স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, এ বিষয়টি এখন কেন্দ্রীয় তদন্ত ব্যুরো
ঘাঁটাঘাঁটি করছে। তারাই এ বিষয়টির তদন্তকারী। Wednesday, May 16, 2012
হাতি নিয়ে বেকায়দায়
যে হাতি উত্তর প্রদেশের বহুজন সমাজবাদী পার্টির
নির্বাচনী প্রতীক, তাকে নিয়ে বেশ বেকায়দায় পড়েছেন ওই প্রদেশের সাবেক
মুখ্যমন্ত্রী মায়াবতী। ক্ষমতায় থাকাকালে তিনি বিভিন্ন পার্ক, বিভিন্ন
স্থাপনার সামনে নির্মাণ করিয়েছেন অসংখ্য হাতি, বিআর আম্বেদকার, কাশি রাম ও
নিজের প্রতিকৃতি। এতে কোটি কোটি রুপির দুর্নীতি হয়েছে বলে অভিযোগ আছে। এ
নিয়ে উত্তর প্রদেশের বর্তমান সমাজবাদী পার্টির সরকার প্রশ্ন তুলেছে। তারা এ
বিষয়টি তদন্তের নির্দেশ দেয়ার কয়েক ঘণ্টার মধ্যে সোমবার রাজ্যের সংশ্লিষ্ট
বিভাগ পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট ঘেরাও করে। লক্ষ্ণৌ, নয়ডা ও বিভিন্ন
স্থানেও ঘেরাও দেয়া হয়। যেসব পার্ক ও প্রতিষ্ঠানের সামনে হাতির প্রতিকৃতি
রয়েছে সেগুলোকে নজরে নিয়েছে কর্তৃপক্ষ। অভিযোগ আছে, সাবেক মুখ্যমন্ত্রী
মায়াবতী তার ক্ষমতার সময় এসব প্রতিকৃতি নির্মাণ করে জনগণের ৬০০ কোটি রুপি
নষ্ট করেছেন। তীব্র সমালোচনার মুখেও মায়াবতী নয়ডা’য় ৩৩ একরের একটি পার্ক
করেছেন বিআর আম্বেদকরের নামে। সেখানে হাতি, বিআর আম্বেদকর, কাশি রাম ও
মায়াবতীর মূর্তি বসাতে খরচ করা হয়েছে ৬৫০ কোটি রুপি। রাজ্যের স্বাস্থ্য ও
পরিবারকল্যাণ মন্ত্রী আহমেদ হাসান অভিযোগ করেছেন, এছাড়াও মায়াবতী বহু কোটি
রুপির জাতীয় স্বাস্থ্য মিশনেও দুর্নীতিতে জড়িত। তবে উত্তর প্রদেশের
স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, এ বিষয়টি এখন কেন্দ্রীয় তদন্ত ব্যুরো
ঘাঁটাঘাঁটি করছে। তারাই এ বিষয়টির তদন্তকারী।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment