Wednesday, May 16, 2012

নিলামে ম্যাডোনার নগ্ন ছবি

হার্টথ্রব সংগীত তারকা ম্যাডোনার নগ্ন-ধূমপানরত একটি ছবি নিলামে ১৫ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। আকর্ষণীয় ছবিটিতে দেখা যায়, যুবতী বয়সে এ সংগীতশিল্পী সিগারেট মুখে বিবস্ত্র হয়ে বিছানায় পোজ দিয়েছেন। ৯০ দশকের তোলা ছবিটি তার আনুমানিক দামের চেয়ে তিনগুণ বেশি দামে বিক্রি হয়েছে বলে দাবি করা হচ্ছে। ছবিটিতে দেখা যায় তিনি সাদা-রঙিন মিশ্র এলোমেলো চুল ও মেকাপ দেয়া কালো চোখে উল্লসিতভাবে কৌতুক ও আনন্দে মেতে আছেন। মুখে সিগারেট ফুঁকছেন। যৌন-আবেদনময়ী ছবিটি তুলেছেন ১৯৯২ সালে ফ্যাশন ফটোগ্রাফার স্টিভেন মেইসেল। তবে এটি ১৯৯২ সালের বিতর্কিত ‘সেক্স’ বইয়ে অন্তর্ভুক্ত করা হয়নি। ম্যাডোনার ৩১ বছর বয়সে তার ব্লন্ড অ্যাম্বিশন ট্যুরের সময় তোলা ছবিটি একজন সংগ্রাহক খুব দ্রুত কিনে নেন। ওই সময় বর্তমানে ৫৩ বছর বয়সী ম্যাডোনা দম্ভোক্তি করে বলেন, ‘আমি জানি আমি সেরা গায়িকা নই, আমি জানি আমি সেরা ড্যান্সার নই, কিন্তু আমি যেটা পারি তা হচ্ছে, মানুষের বোতাম খোলা ও নিজের মতো করে উৎপাদনমুখী যা ইচ্ছা তাই করতে পারা। নিলামের আয়োজক ও ছবিটির বিক্রেতা জুডিথ ইউরিখ বলেন, এটা সম্পূর্ণ যৌন আবেদনময়ী একটি ছবি। খুবই সুন্দর ও রঙিন। কেবল সাদা-কালো একটি ছবি নয়। এতে আছে ছাই ও উজ্জ্বল রঙ। এই ছবি নেয়ার সময় ম্যাডোনা অনেককেই বিভিন্ন রকম ছবির পোজ দিয়েছেন ৯০ এর দশকে যখন তার বয়স ৩০ এর কোটায়। ব্লেচ-ব্লন্ড হেয়ার কাট ও কালো চোখের মেকাপে তখন তিনি ছিলেন এক মোহনীয় আউটলুকে। তার শারীরিক সৌন্দর্য ছিল গর্জিয়াস। জুডিথ বলেন, ম্যাডোনা খুবই স্বাস্থ্যবান ও সুখী ছিলেন। তবে এতে সিগারেট নেয়া হয়েছে তাকে সেক্সি দেখানোর জন্য। ক্রেতাকে নিলাম সংস্থার ৫ হাজার পাউন্ডসহ মোট প্রায় ২৩ হাজার পাউন্ডের মতো পরিশোধ করতে হয়েছে।

No comments:

Post a Comment