বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মা হিলারি ক্লিনটন

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মা হলেন যুক্তরাষ্ট্রের
পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। বিশ্ব মা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের
প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বস বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ২০ মায়ের একটি তালিকা
প্রকাশ করেছে। তাতে এক নম্বর অবস্থানে আছেন হিলারি ক্লিনটন। তার পরেই ২
নম্বর অবস্থানে আছেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুশেফ। এ তালিকায় রয়েছেন
ভারতীয় উপমহাদেশের কয়েকজন নারী। তারা হলেন- ভারতের ক্ষমতাসীন কংগ্রেসের
সভানেত্রী সোনিয়া গান্ধী, মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি,
ভারতের ব্যবসা জগতের এক বহুল আলোচিত নাম পেপসিকোর প্রধান নির্বাহী
ইন্দ্রানী নুই। ইন্দ্রানী নুই এক্ষেত্রে সোনিয়া গান্ধীকে অনেকটাই পিছনে
ফেলেছেন। ইন্দ্রানী নুই ওই তালিকার ৩ নম্বরে রয়েছেন। আর সোনিয়া গান্ধীর
অবস্থান ৬ নম্বরে। এ তালিকাটি করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রকে মাথায় নিয়ে। এর
মধ্যে রয়েছেন সরকারি পর্যায়, ব্যবসা, বিনোদন, দর্শন প্রভৃতি। এ ক্ষেত্রে
যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মিশেল ওবামা রয়েছেন সোনিয়া গান্ধীর নিচে।
সোনিয়া গান্ধীর অবস্থান ৬ নম্বরে। আর মিশেল ওবামার অবস্থান ৭ নম্বরে। এ
তালিকার ৪ নম্বরে রয়েছেন ফেসবুকের সিওও শেরিল স্যান্ডবার্গ। ৫ নম্বর
অবস্থানে রয়েছেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা,
সহ-সভাপতি মেলিন্ডা গেটস। আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) এর ব্যবস্থাপনা
পরিচালক ক্রিস্টিন লগার্ড রয়েছেন ৮ নম্বর অবস্থানে। শিকাগোর ক্রাফট ফুডস-এর
সিইও আরিন রোজেনফেল্ড রয়েছেন ৯ নম্বর অবস্থানে। এ তালিকায় অন্য যারা
রয়েছেন পর্যায়ক্রমে তারা হলেন- দ্য নিউ ইয়র্ক টাইমসের নির্বাহী সম্পাদক জিল
আব্রামসন, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসম্পদ বিভাগের সেক্রেটারি
ক্যাথলিন সেনেলিয়াস, গুগলের বিজ্ঞাপন বিভাগের এসভিপি সুসান ওজকিকি,
আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ, সংগীতশিল্পী বিয়োন্সে
নোয়েলস, অস্ট্রেলিয়ার খনিজ বিষয়ক টাইকুন ও বিলিয়নিয়ার জর্জিয়ানা রাইনহার্ট,
তাইওয়ানের চের ওয়াং, যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ এডমিনিস্ট্রেশনের
মারগারেট হ্যামবার্গ, যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের
সভাপতি মেরি শাপিরো, ডিসনি-এবিসি টেলিভিশন গ্রুপের সহসভাপতি অ্যান সুইনি
এবং সবশেষে রয়েছেন মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি।
No comments:
Post a Comment