ভারতের বিশাখাপত্তম জেলায় ৪৫ বছর বয়সী এক নারীকে ডাইনি
আখ্যা দিয়ে জনসমক্ষে বিবস্ত্র করে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত রোববার অনেক
গ্রামবাসীর সামনে এই কাণ্ড ঘটানো হয়। সোমবার পুলিশ আসার পর আলোচনায় আসে
বিষয়টি। গতকাল এ খবর দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, রোববার বিকালে গ্রামের
কিছু লোক ম্যামিদি অ্যাটচিয়াম্মা নামের ওই নারীকে তার বাসা থেকে টেনে বের
করে আনে। তাকে একটি গাছের সঙ্গে বাঁধে ও শরীরের সব কাপড় খুলে নেয়। নিজের
জীবন ও সম্মান রক্ষার জন্য অনেক কাকুতি-মিনতি করেন তিনি। কিন্তু এতে কোন
দয়া আসেনি হামলাকারীদের মনে। নিষ্ঠুরভাবে আঘাত করে মরে গেছে ভেবে ফেলে রেখে
যায়। পরে পুলিশ এসে হাসপাতালে নিলে সেখানে মারা যান ম্যামাদি। কিন্তালুরু
উপজাতির ওই নারীকে গ্রামবাসী সন্দেহ করে যে তিনি জাদু করে দু’জন যুবককে
হত্যা করেছেন। ফলে তাকে এমন নৃশংসভাবে হত্যা করে তারা।
No comments:
Post a Comment