পাকিস্তানের প্রধান বিচারপতির পুত্রের বিরুদ্ধে ৪০ কোটি রুপি দুর্নীতির অভিযোগ

ভূ-সম্পত্তি বিষয়ক মোড়ল মালিক রিয়াজের কাছ থেকে
পাকিস্তানের প্রধান বিচারপতি ইফতিখার মোহাম্মদ চৌধুরীর ছেলে ড. আরসালান
ইফতিখার ৩০ থেকে ৪০ কোটি রুপি হাতিয়ে নিয়েছেন। এ নিয়ে একটি সুয়োমটো নোটিসের
ওপর শুনানি গতকাল পাকিস্তানের সুপ্রিম কোর্ট আজ পর্যন্ত মুলতবি করেছে।
গতকাল এ খবর দিয়েছে অনলাইন ডন। এতে বলা হয়, এ বিষয়টি নিয়ে গতকাল তিন
বিচারকের বেঞ্চে শুনানি হয়। ওই বিচারকরা হলেন- প্রধান বিচারপতি নিজে,
বিচারপতি জাওয়াদ এস খাজা ও বিচারপতি খিলজি আরিফ হুসেইন। আদালতে ড. আরসালান
ইফতিখারের পক্ষ নেন আইনজীবী সরদার ইশক। তবে শুনানি শুরুর আগে আরসালান
ইফতিখার সাংবাদিকদের বলেন, তিনি নির্দোষ। তাকে বিচার শেষ না হওয়া পর্যন্ত
বাড়ি যেতে বারণ করা হয়েছে। গতকাল আদালতে উপস্থিত হলেও তিনি যার কাছ থেকে ওই
বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ আছে সেই মালিক রিয়াজ আদালতে
উপস্থিত হননি। গতকাল শুনানি চলাকালে এটর্নি জেনারেল ইরফান কাদির ওই বেঞ্চে
প্রধান বিচারপতি ইফতিখার মোহাম্মদ চৌধুরী উপস্থিত থাকায় আপত্তি তোলেন। তিনি
বলেন, যেখানে পিতা প্রধান বিচারপতি এবং তিনিই এই আদালতের বেঞ্চের প্রধান
সেখানে সুবিচার পাওয়া নিয়ে সংশয় থাকে। তিনি ওই বেঞ্চে প্রধান বিচারপতি থাকা
উচিত নয় বলে যুক্তি তুলে ধরেন। এর জবাবে প্রধান বিচারপতি বলেন, যেহেতু
প্রধান বিচারপতির পদে আছেন তাই তিনি যে কাউকে তলব করতে পারেন। তিনি বলেন, এ
মামলাটি রাজনৈতিক নয়। এ মামলার শুনানির জন্য তিনি ওই বেঞ্চ থেকে সরে যাবেন
না। এ সময় তার যুক্তিকে সমর্থন করেন বিচারপতি খাজা ও বিচারপতি খিলজি।
প্রধান বিচারপতি বলেন, তার ছেলে যদি অপরাধী প্রমাণিত হয় তাহলে আইন অনুযায়ী
তাকে শাস্তি দেয়া হবে। এ নিয়ে মামলায় জড়িত পক্ষ-বিপক্ষকে আজ আদালতে তাদের
প্রমাণপত্র হাজির করার নির্দেশ দেন। গতকালের আদালতে কয়েকজন সাংবাদিককেও তলব
করা হয়েছিল। বেঞ্চ ইসলামাবাদের আইজি’কে নির্দেশ দিয়েছেন, ড. আরসালান
ইফতিখারের বাহরিয়া শহরের সম্পত্তির খোঁজখবর নিতে এবং তা আদালতে হাজির করতে।
গতকাল শুনানিকালে বিচারপতি খাজা আদালতে মালিক রিয়াজের অনুপস্থিতি নিয়ে
প্রশ্ন তোলেন। এ সময় তাকে জানানো হয়, মালিক রিয়াজ চিকিৎসার জন্য
যুক্তরাজ্যে রয়েছেন।
No comments:
Post a Comment