Sunday, August 26, 2012

টোগোতে যৌন ধর্মঘটের আহ্বান


















পশ্চিম আফ্রিকার দেশ টোগোতে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে মহিলাদের প্রতি অভিনব এক পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন এক বিরোধী রাজনৈতিক নেত্রী ইসাবেল আমেগানভি। আটক বিরোধী নেতা কর্মীদের মুক্তির দাবিতে আজ থেকে এক সপ্তাহের জন্য স্বামীর সাথে সহবাসে রাজি না হওয়ার জন্য দেশের মহিলাদের অনুরোধ করেছেন তিনি। এ খবর দিয়েছে বিবিসি। এতে আরও বলা হয়, টোগোর মহিলাদের প্রতি মিস আমেগানভির আহ্বানের ভাষা ছিল এরকমÑ সব পুরুষের জন্য মাতৃভূমির দরজা এক সপ্তাহের জন্য তালাবদ্ধ রাখুন। ইয়াদেমা পরিবার চার দশক ধরে টোগোর ক্ষমতায়। মিস আমেগানভির দল এই পরিবারতন্ত্রের অবসান চাইছেন। অক্টোবরে টোগোতে নির্বাচন। মিস আমেগানভির দাবি নির্বাচনী পদ্ধতিতে সংস্কার না হওয়া পর্যন্ত আসন্ন নির্বাচন স্থগিত করতে হবে। তার আন্দোলনে জনসমর্থন আদায়ের লক্ষ্যে বিরোধী এই নেত্রীর যৌন ধর্মঘটের অভিনব এই আহ্বান। এর আগে আফ্রিকার আরেকটি দেশ লাইবেরিয়ায় গৃহযুদ্ধের সময় সে দেশের বর্তমান প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফ মহিলাদের প্রতি স্বামী সহবাস বন্ধ রাখার আহ্বান জানিয়েছিলেন। প্রাচীন এক গ্রিক নাটকের নায়িকা লিসিসত্রাতা শান্তি স্থাপনে পুরুষদের বাধ্য করতে গ্রিসের মহিলাদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। প্রাচীন সেই কাল্পনিক চরিত্রই হয়ত আফ্রিকার এই মহিলা নেত্রীদের উদ্বুদ্ধ করেছে।

No comments:

Post a Comment