পরিবারের আরও ৮ সদস্য এবং একজন মাওলানাও সঙ্গে রয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়, তিনি বায়তুল্লাহ’র আল খালিদ ট্যুরস-এ একটি হজ প্যাকেজ বুকিং দিয়েছিলেন। তার এই প্যাকেজের নাম ছিল প্লাটিনাম প্যাকেজ। এর অধীনে তিনি ও তার পরিবারের সদস্যরা হজের পবিত্র স্থাপনাসমূহের কাছাকাছি হোটেলে অবস্থান করবেন। সে জন্য টুইন-শেয়ারিং রুম ভাড়া নিয়েছেন। এতে খরচ পড়বে ৬ লাখ ৬৫ হাজার রুপি। এর বাইরে যদি কোন বাড়তি সুবিধা চান তাহলে অর্থ খরচ করলেই পেয়ে যাবেন সব। ওই রিপোর্টে বলা হয়েছে, আমির খান ও তার দল মক্কা শরিফে হোটেল আল মাসায় ও মদিনায় হোটেল এলাফ তাইবাতে অবস্থান করবেন। এ দুটি হোটেলই চার তারকা। তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলেছেন, মাকে নিয়ে হজ করছেন আমির খান। এর চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে! এটাই আমির খানের প্রথম হজ। ওই রিপোর্টে বলা হয়, শুক্রবার মুম্বইয়ের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সৌদি এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইটে তারা মুম্বই ত্যাগ করেন। ২২শে অক্টোবর তারা মিনার উদ্দেশে যাত্রা করবেন। ২৬শে অক্টোবর মক্কা শরীফে তাওয়াফই জিয়ারত করবেন। ২৯শে অক্টোবর ফিরে যাবেন মদিনা। সেখান থেকে ২রা নভেম্বর তারা দেশে ফিরবেন।
Sunday, October 21, 2012
মাকে দেয়া কথা রাখলেন আমির খান
পরিবারের আরও ৮ সদস্য এবং একজন মাওলানাও সঙ্গে রয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়, তিনি বায়তুল্লাহ’র আল খালিদ ট্যুরস-এ একটি হজ প্যাকেজ বুকিং দিয়েছিলেন। তার এই প্যাকেজের নাম ছিল প্লাটিনাম প্যাকেজ। এর অধীনে তিনি ও তার পরিবারের সদস্যরা হজের পবিত্র স্থাপনাসমূহের কাছাকাছি হোটেলে অবস্থান করবেন। সে জন্য টুইন-শেয়ারিং রুম ভাড়া নিয়েছেন। এতে খরচ পড়বে ৬ লাখ ৬৫ হাজার রুপি। এর বাইরে যদি কোন বাড়তি সুবিধা চান তাহলে অর্থ খরচ করলেই পেয়ে যাবেন সব। ওই রিপোর্টে বলা হয়েছে, আমির খান ও তার দল মক্কা শরিফে হোটেল আল মাসায় ও মদিনায় হোটেল এলাফ তাইবাতে অবস্থান করবেন। এ দুটি হোটেলই চার তারকা। তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলেছেন, মাকে নিয়ে হজ করছেন আমির খান। এর চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে! এটাই আমির খানের প্রথম হজ। ওই রিপোর্টে বলা হয়, শুক্রবার মুম্বইয়ের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সৌদি এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইটে তারা মুম্বই ত্যাগ করেন। ২২শে অক্টোবর তারা মিনার উদ্দেশে যাত্রা করবেন। ২৬শে অক্টোবর মক্কা শরীফে তাওয়াফই জিয়ারত করবেন। ২৯শে অক্টোবর ফিরে যাবেন মদিনা। সেখান থেকে ২রা নভেম্বর তারা দেশে ফিরবেন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment