Sunday, October 21, 2012

মাকে দেয়া কথা রাখলেন আমির খান




মাকে দেয়া কথা রাখলেন বলিউডের আলোচিত নায়ক আমির খান। তিনি মা জিনাত হোসেনকে কথা দিয়েছিলেন- এ বছর তাকে হজে নিয়ে যাবেন। তার কথার নড়চড় হয়নি। আমির খান তার মাকে নিয়ে ঠিকই পবিত্র হজব্রত পালন করতে সৌদি আরব চলে গেছেন। তারা শুক্রবার রাতে একটি ফ্লাইটে করে যাত্রা শুরু করেন। এজন্যই তিনি ‘ধুম-৩’ এর শুটিংয়ের টাইট শিডিউল রক্ষা করে দেশে ফিরে আসেন বৃহস্পতিবার। তারপর এক্সেল এন্টারটেইনমেন্টের প্রডাকশন ‘তালাশ’ নামের একটি সংগীতবিষয়ক অনুষ্ঠানে যোগ দেন। এটি তার আসন্ন টেলিভিশন শো। ব্যস্ততার মাঝেও এসব শেষ করে তিনি দায়িত্ববান ছেলের মতো মাকে নিয়ে পবিত্র মক্কার উদ্দেশে ১৪ দিনের যাত্রা করেন।
পরিবারের আরও ৮ সদস্য এবং একজন মাওলানাও সঙ্গে রয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়, তিনি বায়তুল্লাহ’র আল খালিদ ট্যুরস-এ একটি হজ প্যাকেজ বুকিং দিয়েছিলেন। তার এই প্যাকেজের নাম ছিল প্লাটিনাম প্যাকেজ। এর অধীনে তিনি ও তার পরিবারের সদস্যরা হজের পবিত্র স্থাপনাসমূহের কাছাকাছি হোটেলে অবস্থান করবেন। সে জন্য টুইন-শেয়ারিং রুম ভাড়া নিয়েছেন। এতে খরচ পড়বে ৬ লাখ ৬৫ হাজার রুপি। এর বাইরে যদি কোন বাড়তি সুবিধা চান তাহলে অর্থ খরচ করলেই পেয়ে যাবেন সব। ওই রিপোর্টে বলা হয়েছে, আমির খান ও তার দল মক্কা শরিফে হোটেল আল মাসায় ও মদিনায় হোটেল এলাফ তাইবাতে অবস্থান করবেন। এ দুটি হোটেলই চার তারকা। তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলেছেন, মাকে নিয়ে হজ করছেন আমির খান। এর চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে! এটাই আমির খানের প্রথম হজ। ওই রিপোর্টে বলা হয়, শুক্রবার মুম্বইয়ের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সৌদি এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইটে তারা মুম্বই ত্যাগ করেন। ২২শে অক্টোবর তারা মিনার উদ্দেশে যাত্রা করবেন। ২৬শে অক্টোবর মক্কা শরীফে তাওয়াফই জিয়ারত করবেন। ২৯শে অক্টোবর ফিরে যাবেন মদিনা। সেখান থেকে ২রা নভেম্বর তারা দেশে ফিরবেন।

No comments:

Post a Comment