৭ মাস পায়ে হেঁটে হজে গেলেন সেনাদ
আল্লাহর দেখানো স্বপ্নকে বাস্তবায়ন করতে সাত মাস পায়ে
হেঁটে হজব্রত পালন করতে পবিত্র নগরী মক্কায় পৌঁছেছেন বসনিয়ার এক হজযাত্রী।
তার নাম সেনাদ হাডজিস (৪৭)। এ সময়ে তিনি যুদ্ধবিধ্বস্ত সিরিয়াসহ মোট ৭টি
দেশের ভেতর দিয়ে পায়ে হেঁটে পাড়ি দিয়েছেন প্রায় ৫ হাজার ৭০০ কিলোমিটার পথ।
বন্ধুর পথ পাড়ি দিয়েছেন বসনিয়া, সার্বিয়া, বুলগেরিয়া, তুরস্ক, সিরিয়া ও
জর্ডানের। শনিবার তিনি মক্কায় পৌঁছেছেন। এ সময় তার মোবাইল ফোনে যোগাযোগ
করে গালফ নিউজ। এ সময় তিনি বলেন, গত শনিবার আমি পবিত্র মক্কা নগরীতে
পৌঁছেছি। আমি মোটেও ক্লান্ত নই। এই দীর্ঘ যাত্রার সময় আমার জীবনের সবচেয়ে
ভাল ছিল। তিনি বলেছেন, তার এ যাত্রায় সময় লেগেছে ৩১৪ দিন। তার পিঠে বাঁধা
ছিল ২০ কিলোগ্রামের প্রয়োজনীয় সরঞ্জাম। এত দীর্ঘ সময়ে তার চলার পথের আপডেট
তথ্য জানান দিয়েছেন ফেসবুকে। সেখানে তিনি একটি প্রবেশ ও বহির্গমন কার্ড
পোস্ট করেছেন। এ কার্ডটি তাকে দিয়েছে সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয়। তিনি
বলেছেন, আমি গত এপ্রিলে সিরিয়ায় পৌঁছি। ১১ দিনে সেখানে আমি পাড়ি দিয়েছি
৫০০ কিলোমিটার পথ। আমি পায়ে হেঁটে গিয়েছি আলেপ্পো ও দামেস্কের মধ্যদিয়ে।
সরকারি বাহিনী ও বিদ্রোহীদের দখলে থাকা বেশ কয়েক ডজন চেকপোস্ট পাড়ি দিতে
হয়েছে আমাকে। তবে আমাকে কখনও আটক করা হয়নি। একটি চেকপোস্টে প্রেসিডেন্ট
বাশার আল আসাদের বাহিনী আমাকে আমার পিঠে বাঁধা সরঞ্জাম নামাতে বলে। যখন আমি
তাদের আমার পবিত্র কোরান দেখাই, ব্যাখ্যা করি পায়ে হেঁটে যাচ্ছি হজে, তখন
তারা আমাকে আর আটকালো না। তারা আমার পথকে সুগম করে দিয়েছে। তিনি বলেছেন,
আমি আল্লাহর নামে যাত্রা শুরু করেছিলাম ইসলামের জন্য, বসনিয়া-হার্জেগোভিনার
জন্য, আমার পিতামাতার জন্য ও আমার বোনের জন্য। ফেসবুকে তিনি দাবি করেছেন,
আল্লাহ তাকে স্বপ্নে দেখিয়েছেনÑ ইরাকের পরিবর্তে সিরিয়ার ভিতর দিয়ে পায়ে
হেঁটে হজে যেতে। সে স্বপ্নকে বুকে ধারণ করে আমি এ যাত্রায় বেরিয়েছি। তবে
বুলগেরিয়াতে হিমাঙ্কের নিচে ৩৫ ডিগ্রি তাপমাত্রা ও জর্ডানে প্লাস ৪৪ ডিগ্রি
তাপমাত্রা তাকে মোকাবিলা করতে হয়েছে।
No comments:
Post a Comment