বলিউডে তাক লাগাতে আসছেন অর্পিতা চট্টোপাধ্যায়।
তাকে এক নতুনরূপে দেখতে
পাবেন দর্শকরা। এতদিন টলিউডে অভিনয় করলেও এবার বলিউডে তিনি অভিনয় করবেন।
শুধু অভিনয় নয়, টপলেস হবেন। শরীরের উপরের অংশের কাপড় খুলে ফেলবেন। তাকে এমন
দৃশ্যে দেখা যাবে ভারতীয় ছবির পরিচালক, সম্পাদক, সংলাপ রচয়িতা ও প্রযোজক
অনির-এর একটি ছবিতে। এতে কি তার স্বামী টলিউডের হার্টথ্রব নায়ক প্রসেনজিৎ
চট্টোপাধ্যায়ের নামের সঙ্গে স্ক্যান্ডাল জড়াবে? প্রসেনজিৎ ভারতীয় উপমহাদেশে
তার যে একটি ক্লিন ইমেজ গড়ে তুলেছেন, নিজেকে যে আসনে আসীন করেছেন, তাতে কি
এতে ধস নামবে? দর্শক কি তাকেও বাঁকা চোখে দেখবেন? এমন হাজারো প্রশ্ন
ঘুরপাক খাচ্ছে চারদিকে। এ নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে অনলাইন টাইমস অব
ইন্ডিয়া। বলিউডে সম্প্রতি খুল্লাম খুল্লা পোজ দিয়ে যেসব ছবি করা হয়েছে
তারদিকে বেশি দর্শক ঝুঁকেছে। বিশেষ করে যে ছবিতে আছেন পর্নো তারকা সানি
লিয়ন, পুনম পাণ্ডে, মল্লিকা শেরাওয়াত, বিপাশা বসু, রাখি সাওয়ান্তরা যখন এসব
দর্শককে মাতিয়ে রাখছেন দৈহিক সৌষ্ঠব দিয়ে, রূপের মাধুরীতে, তখন অর্পিতা
সেখানে পা রাখছেন। নিজের শরীর দেখিয়ে কি তিনি জনপ্রিয়তা পেতে চাইছেন! তার এ
কাজে কি স্বামী প্রসেনজিতের সম্মতি আছে! এমন জিজ্ঞাসা অনেক জনের। এই যখন
অবস্থা তখন অনির-এর একটি ছবিতে গুরুত্বপূর্ণ একটি দৃশ্যে শরীরের উপরের
অংশের কাপড় খুলছেন অর্পিতা। আর এর মধ্য দিয়েই বলিউডে পদার্পণ ঘটবে তার। এরই
মধ্যে খবর ছড়িয়ে পড়েছে যে, অর্পিতার এই ভূমিকার কারণে তার স্বামীর নামের
সঙ্গে স্ক্যান্ডাল জড়িয়ে যাবে। তবে অর্পিতা সে যুক্তি খণ্ডন করেছেন। তিনি
বলেছেন, এক্ষেত্রে তার বিরুদ্ধে কোন নিষেধাজ্ঞা নেই। কারণ দেখিয়ে অর্পিতা
বলেন, এটা হতে পারে বিরাট একটি ঘটনা। কিন্তু সত্য হলো- আমার স্বামীও একই
পেশায় আছেন। তিনি বুঝতে পারবেন যে স্ক্রিপ্টের প্রয়োজনে এমনটা করতে হবে
আমাকে। আমরা একে অন্যের কাজে হস্তক্ষেপ করি না। আমার যে ছবিতে আমাকে টপলেস
দেখানো হবে সেই ছবিটি ধারণ করা হবে পেছন দিক থেকে। অনলাইনে তার একটি ছবিও
প্রকাশ করা হয়েছে। তাতে তাকে পেছন থেকে দেখা যাচ্ছে উন্মুক্ত শরীরে। এটাই
কি ওই চলচ্চিত্রের দৃশ্যের কিনা তা নিশ্চিত হওয়া যায় নি।
Details: http://mzamin.com/details.php?mzamin=MTA2OTQ5&s=Mw==
No comments:
Post a Comment