বিকৃত মস্তিষ্কের পরিচয় দিয়েছেন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা সিটির ৫৩ বছর বয়সী ডেরিল গিনি স্কোগিন। একটি ছাগীর সঙ্গে তিনি পৈশাচিক কর্মকা- চালাচ্ছিলেন। এ ঘটনা দেখে ফেলেছেন এমন এক ব্যক্তি পুলিশকে তা জানানোর পর ‘ছাগল ধর্ষণের’ অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন মিরর। এতে বলা হয়েছে, বড়দিনের প্রাক্কালে এ ঘটনা ঘটান ডেরিল। ওকলাহোমা সিটি পুলিশ ডিপার্টমেন্ট বলেছে, পশুর সঙ্গে পৈশাচিক কর্মকা- চালানোর অভিযোগে বড়দিনে আটক করা হয়েছে ৫৩ বছর বয়সী ওই ব্যক্তিকে। ওইদিন রাত সাড়ে ১০টায় পুলিশ কর্মকর্তাদের ফোন দেয়া হয় চিশোচ রোড থেকে। তারা সেখানে পৌঁছানোর পর প্রত্যক্ষদর্শীরা ঘটনার বিবরণ দেন। এ বিষয়ে তারা একটি ফুটেজও তুলে দেন পুলিশের হাতে। তাদের অভিযোগ, ডেরিল ওই ছাগীর সঙ্গে পৈশাচিক কর্মকা-ে মেতে উঠেছিল। সঙ্গে সঙ্গে ডেরিলকে আটক করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। তার জ্যাকেটের পকেটে পাওয়া গেছে এক বোতল ভোদকা।
No comments:
Post a Comment