Thursday, March 8, 2012

ভারতকে পিছনে ফেলেছে বাংলাদেশ


অন্তত একটি ক্ষেত্রে ভারতকে পিছনে ফেলেছে বাংলাদেশ। গতকাল আন্তর্জাতিক নারী দিবসে বিশ্বে রাজনীতিতে নারী প্রতিনিধি শীর্ষক একটি তুলনামূলক চিত্র প্রকাশ করা হয়। আন্তর্জাতিক সংগঠন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন এ প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে পার্লামেন্টে নারী আসনের দিক দিয়ে বাংলাদেশ রয়েছে ৬৫ নম্বর অবস্থানে। তার প্রায় দ্বিগুন পিছনে পড়েছে ভারত। এক্ষেত্রে ভারতের অবস্থান ১০৫ নম্বরে। প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতের পিছনে রয়েছে শুধু শ্রীলংকা ও মিয়ানমার। শ্রীলংকা রয়েছে ১২৯ নম্বরে। মিয়ারমারের অবস্থান ১৩৪ নম্বরে। এতে দেখা গেছে, ভারতের চেয়ে শুধু বাংলাদেশই নয় এগিয়ে আছে পাকিস্তান ও নেপাল। পাকিস্তানের অবস্থান তালিকায় ৫২ নম্বরে এবং নেপাল রয়েছে ২০ নম্বরে। এতে বলা হয়েছে বাংলাদেশের জাতীয় সংসদে মোট আসন সংখ্যা ৩৫০টি। তাতে নারী প্রতিনিধি রয়েছেন ৬৯ জন। অর্থাৎ শতকরা ১৯ দশমিক ৭ ভাগ জনপ্রতিনিধিই নারী। অন্যদিকে ভারতের রাজ্যসভাগুলোতে মোট আসন ৫৪৫টি। এতে নারী জনপ্রতিনিধি আছেন মাত্র ৬০ জন। শতকরা হিসাবে তা ১১ ভাগ। লোকসভায় ২৪৩ আসনের মধ্যে নারী জনপ্রতিনিধি ২৬ জন। শতকরা হিসাবে তা ১০ দশমিক ৭ ভাগ।  ওদিকে পাকিস্তানের নিম্নকক্ষের মোট ৩৪২ আসনের মধ্যে নারী জনপ্রতিনিধি ৭৭ জন। শতকরা হিসাবে তা ২২ দশমিক ৫ ভাগ। উচ্চ কক্ষে ১০০ আসনের মধ্যে নারী জনপ্রতিনিধি ১৭ ভাগ। শতকরার হিসাবে তা দশতিক ১৭ ভাগ। নেপালের পার্লামেন্টে মোট আসন ৫৯৪টি। তাতে নারী আসন রয়েছে ১১৭টি। সেখান নারী প্রতিনিধির শতকরা হার ৩৩ দশমিক ২ ভাগ। তবে এ তালিকায় ১ নম্বরে অবস্থান করছে রোয়ান্ড। সেখানকার নিম্নকক্ষের মোট আসন ৮০টি। তার মধ্যে নারী রয়েছেন ৪৫ জন। তাদের শতকরা হার ৫৬ দশমিক ৩ ভাগ। উচ্চকক্ষে মোট ২৬ আসনের মধ্যে নারী আছেন ১০টিতে। তাদের শতকরা হার ৩৮ দশমিক ৫ ভাগ।

No comments:

Post a Comment