Thursday, March 8, 2012

লন্ডন অলিম্পিকে কাজ দেয়ার প্রলোভনে কয়েক লাখ টাকার প্রতারণা


এ বছর লন্ডন অলিম্পিকে চাকরি দেয়ার লোভনীয় প্রস্তাব দিয়ে রাঙামাটির বিপুল সংখ্যক উপজাতি তরুণের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়ে উধাও কয়ে গেছে একটি সংঘবদ্ধ চক্র। এ চক্রের মূল হোতা জন চৌধুরীকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। পুলিশ বলেছে, তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে তৎপরতা শুরু করেছে। ৮ই মার্চ এ খবর দিয়েছে অনলাইন এমিরেটস ২৪। এতে বলা হয়, জন চৌধুরী নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আছে। তিনি বাঙলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের উপজাতি এলাকায় নিজেকে অলিম্পিক গেমসের আন্তর্জাতিক পর্যায়ের একজন সমন্বয়ক হিসেবে পরিচয় দেন। তিনি বলেন, ওই গেমসে কিছু স্বেচ্ছাসেবক নিয়োগ করবেন তিনি। ওয়েলফেয়ার এসোসিয়েশন নামের দাতব্য সংস্থার প্রধান শিমুল চাকমা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, জন চৌধুরী আমাদের কাছে যতগুলো চিঠি লিখেছেন তাতে তিনি লন্ডন অলিম্পিকের লোগো ব্যবহার কবরেছেন। তাতে তিনি বলেন, ওই গেমসে তিনি শুধু উপজাতি তরুণদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ করবেন। এজন্য আমরা ১৫ জন তরুণকে সংগ্রহ করি এবং তাদের কাছ থেকে জন চৌধুরীর হাতে তুলে দেই ১৪ লাখ টাকা। তিনি অক্সফোর্ডে পড়াশোনা করেছেন বলে জানিয়েছেন। তার ইংরেজিতে দক্ষতাও ভাল। আমি কখনও ধারণা করতে পারি নি যে, তিনি একজন প্রতারক হতে পারেন। শিমুল চাকমা বলেন, এ নিয়ে তার সঙ্গে আমরা বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ঢাকা অফিসে অনেকবার সভা করেছি। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, যারা ওই নিয়োগে নির্বাচিত হবে তাদের প্রত্যেককে ৩ হাজার পাউন্ড করে দেয়া হবে এবং দেয়া হবে ৬ মাস মেয়াদী বৃটিশ ভিসা। ওদিকে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এম. ওয়ালিউল্লাহ বলেছেন, তারা পুলিশি তদন্তে সহযোগিতা করছেন। তিনি বলেন, ঘটনা শুনে মনে হচ্ছে তিনি লন্ডন অলিম্পিকের তথ্যাদি নকল করে প্রতারণা করে থাকতে পারেন। তার এ প্রতারণা সহজেই বিশ্বাস করেছে উপজাতি তরুণ-যুবকরা। ওদিকে ইন্সপেক্টর নাসির উদ্দিন বলেছেন, তারা জন চৌধুরীকে ধরার অভিযান শুরু করেছেন। এর আগেই ক্ষতিগ্রস্তরা রাঙামাটিতে এই প্রতারণার প্রতিবাদ বিক্ষোভ করেছে। নাসির উদ্দিন আরও বলেন, আমরা বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। সেগুলো ব্যবহার করে তাকে চিহ্নিত করার চেষ্টা করছি। উল্লেখ্য, আগামী ২৭শে জুলাই থেকে ১২ই আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে লন্ডন অলিম্পিক।

No comments:

Post a Comment