বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট
পদে প্রতিদ্বন্দ্বিতা
করছেন এবার
৩ প্রার্থী।
তারা হলেনÑ
কোরীয় বংশোদ্ভূত
মাকিন নাগরিক
জিম ইয়ং
কিম, নাইজেরিয়ার
নোজি ওকোনজি-আইউইয়ালা এবং
কলাম্বিয়ার হোসে অ্যাটোনিও ওকাম্পো। এর
মধ্যে জিম
ইয়ং কিমকে
মনোনয়ন দিয়েছেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি
এখন ডার্টমাউথ
কলেজের
প্রেসিডেন্ট। নোজি ওকোনজো
আইউইয়ালা নাইজেরিয়ার
অর্থনৈতিক মন্ত্রণালয়ের সমন্বয়কারী।
হোসে অ্যানটোনিও
ওকাম্পো কলাম্বিয়া
ইউনিভার্সিটির প্রফেসর। তাকে মনোনয়ন দিয়েছে
ব্রাজিল। এ
তিনজনের মধ্য
থেকে যে
কোন একজন
হবেন বিশ্ব
ব্যাংক প্রধান
রবার্ট জোয়ালিকের
উত্তরসূরি। আগামী জুনের শেষে তার
মেয়াদ শেষ
হচ্ছে। এরপরই
তিনি নতুন
প্রধানের হাতে
ক্ষমতা হস্তান্তর
করে সরে
দাঁড়াবেন। তবে বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট
হিসেবে কোরীয়
বংশোদ্ভূত মার্কিন নাগরিক জিম ইয়ং
কিমকে যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্ট বারাক ওবামার মনোনয়ন দেয়া
নিয়ে অনেকেই
বিস্ময় প্রকাশ
করেন। বিশ্বব্যাংকের
পরবর্তী প্রেসিডেন্ট
পদে যুক্তরাষ্ট্রের
বর্তমান পররাষ্ট্রমন্ত্রী
হিলারি ক্লি¬নটন, জাতিসংঘে
নিযুক্ত ওয়াশিংটনের
দূত সুসান
রাইসসহ বিশিষ্ট
কয়েকজনের নাম
আলোচনায় স্থান
পেয়েছিল। কিন্তু
জিম কিমের
নাম ঘোষণায়
বিস্মিত সবাই।
কারণ, তার
নাম আগে
কখনও উল্লেখ
করা হয়নি।
২০০৬ সালে
টাইম ম্যাগাজিনের
১০০ প্রভাবশালী
ব্যক্তির তালিকায়
ছিলেন তিনি।
No comments:
Post a Comment