পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ
আলী জারদারি
ও পাকিস্তান
মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)এর
প্রধান নওয়াজ
শরীফের কড়া
সমালোচনা করলেন
কিংবদন্তি ক্রিকেটার ও পাকিস্তান তেহরিকে
ইনসাফ (পিটিআই)
দলের প্রধান
ইমরান খান।
শুক্রবার তার
সমর্থনে শিয়ালকোটে
জনতার ঢল
নেমেছিল। সেই
জনসমুদ্রে দাঁড়িয়ে তিনি বললেন, শিয়ালকোটে
মানুষের ঢল
নেমেছে। তা
এখন ইসলামাবাদের
দিকে অগ্রসর
হতে থাকবে।
প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও
নওয়াজ শরীফ
সমঝোতার মাধ্যমে
দুর্নীতি করেনÑ
এমন ইঙ্গিত
দেন ইমরান
খান। তিনি
বলেন, তারা
দু’জনেই
দুর্নীতির ‘সমঝোতা এক্সপ্রেস’-এর যাত্রী।
এর মাধ্যমে
তারা ব্যক্তিগত
তহবিল ভারী
করেছেন। তারা
একে অন্যের
স্বার্থ রক্ষা
করে রাজনৈতিক
সফলতার সঙ্গেই
এই ট্রেনটি
চালাচ্ছেন। ইমরান খান বলেন, আমি
সারা জীবন
মাঠে খেলোয়াড়দের
সঙ্গে খেলেছি।
এখন আমার
বিরোধীরা হলো
রাজনৈতিক কুমির।
গত বছর
২রা মে
পাকিস্তানের অ্যাবোটাবাদে আল কায়েদা প্রধান
ওসামা বিন
লাদেনকে হত্যা
করে যুক্তরাষ্ট্রের
নেভি সিলের
সদস্যরা। তারপর
সম্প্রতি ন্যাটোর
হামলায় পাকিস্তানের
২৪ সেনা
নিহত হওয়ার
পর যুক্তরাষ্ট্র
ও পাকিস্তানের
মধ্যে সম্পর্কে
টানাপড়েন সৃষ্টি
হয়। এক
পর্যায়ে পাকিস্তানে
সেনা অভ্যুত্থান
ঘটতে পারে
এমন আশঙ্কায়
প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি যুক্তরাষ্ট্রের
সহায়তা চান।
সে খবর
প্রকাশ হয়ে
যাওয়ার পর
সেনাবাহিনীর সঙ্গে সরকারের সম্পর্ক এই
মেয়াদে সবচেয়ে
খারাপ অবস্থায়
চলে যায়।
দেশে সামরিক
অভ্যুত্থান ঘটার সমূহ আশঙ্কা তৈরি
হয়। ওদিকে
সুপ্রিম কোর্ট
প্রেসিডেন্ট জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলাগুলো
ফের চালু
করতে সুইস
কর্তৃপক্ষকে চিঠি লেখার জন্য প্রধানমন্ত্রী
ইউসুফ রাজা
গিলানিকে নির্দেশ
দেন। কিন্তু
তিনি সে
নির্দেশ না
মানায় তার
বিরুদ্ধে আদালত
অবমাননার অভিযোগ
ওঠে। এ
নিয়ে এখনও
আদালতে শুনানি
চলছে। এই
যখন পাকিস্তান
পরিস্থিতি তখন রাজনীতির মাঠকে সরগরম
করে রেখেছেন
ইমরান খান।
তিনি এর
আগে লাখো
মানুষের সমাবেশ
ঘটিয়ে সবাইকে
তাক লাগিয়ে
দেন। গত
শুক্রবার তিনি
শিয়ালকোটে বড় সমাবেশ করলেন। সেখানে
তিনি বললেন,
পাকিস্তান তেহরিকে ইনসাফ এমন একটি
দল হবে
যেখানে যেকেউ
নেতা হতে
পারবেন। কিন্তু
নওয়াজ শরীফের
সমালোচনা করে
তিনি বলেন,
তরুণ-তরুণীদের
বিনামূল্যে ল্যাপটপ দিয়ে তাদের দলে
ভিড়াতে পারবেন
না। তিনি
দেশের বিপর্যস্ত
আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভয়াবহ দুর্নীতি ও
আকাশচুম্বী মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ প্রকাশ
করেন।
No comments:
Post a Comment