Tuesday, March 20, 2012

ন্যাটোকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান পাকিস্তান পার্লামেন্টে















ন্যাটোর হামলায় গত নভেম্বরে ২৪ সেনা হত্যার কারণে পাকিস্তানের পার্লামেন্টের সংসদীয় কমিটি নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ওই কমিটি পাকিস্তানে মার্কিন ড্রোন হামলা বন্ধের দাবি তুলেছে। গতকাল পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের যৌথসভায় এ নিয়ে খোলামেলা বিতর্ক হয়। এতে সভাপতিত্ব করেন সিনেট চেয়ারম্যান নায়ার বোখারি। গতকাল এ খবর দিয়েছে পাকিস্তানের অনলাইন ডন। এতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের মিত্রতার বিষয়গুলো পর্যালোচনার দায়িত্বে থাকা এ কমিটির চেয়ারম্যান রাজা রাব্বানি। তিনি পার্লামেন্টকে বলেন, মার্কিন বাহিনীর হামলা বন্ধ না হলে তা দু’দেশের সম্পর্কের আরও অবনতি ঘটাবে। গত বছর ২৬শে নভেম্বর আফগান সীমান্তের কাছে ২৪ পাকিস্তানি সেনাকে হত্যা করে ন্যাটো সেনারা। এর আগে পাকিস্তানের অ্যাবোটাবাদে এক ‘গোপন’ আভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রের নেভি সিল সদস্যরা আল কায়েদার প্রধান ওসামা বিন লাদেনকে হত্যা করে। পাকিস্তানকে কিছু না জানিয়েই ওই অভিযান চালায় মার্কিন সেনারা। হোয়াইট হাউজ থেকে যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এ অভিযান অবলোকন করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। পাকিস্তানের অনুমতির তোয়াক্কা না করেই দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে একের পর এক ড্রোন হামলা চালিয়ে আসছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র। এর প্রতিবাদে পাকিস্তান কিছুদিন আগে ন্যাটোর রসদবাহী গাড়ি চলাচল বন্ধ করে দেয়। রাব্বানি তার সুপারিশে বলেন, ভবিষ্যতে পাকিস্তানের ওপর দিয়ে আফগানিস্তানে বিদেশী বাহিনীর জন্য রসদ নেয়ার ক্ষেত্রে কর আরোপ করা উচিত। এ ক্ষেত্রে তাদের সঙ্গে যে চুক্তি রয়েছে তা পর্যালোচনা করা দরকার। এ ক্ষেত্রে সরকার বা সরকারের কোন মন্ত্রীর মৌখিক চুক্তি বা শর্ত প্রযোজ্য হওয়া উচিত হবে না। ওই কমিশন আরও সুপারিশ করে, পাকিস্তান সরকারের উচিত হবে কার্যকরভাবে ইরানের সঙ্গে গ্যাস পাইপলাইন নিয়ে কাজ করা। সুপারিশে আরও বলা হয়- যুক্তরাষ্ট, ন্যাটো বা ইসাফের শতকরা ৫০ ভাগ কন্টেইনার পাকিস্তানের রেলপথ ব্যবহার করে স্থানান্তর করা যেতে পারে।

No comments:

Post a Comment