Tuesday, March 20, 2012

উত্তর প্রদেশে মুখ্যসচিব হচ্ছেন মুসলিম























ভারতের উত্তর প্রদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা হতে যাচ্ছে মুখ্যসচিব হিসেবে একজন মুসলিমকে নিয়োগদান। মুসলিমদেরকে সরকারি চাকরিতে ১৮ ভাগ কোটা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা সমাজবাদী পার্টি মুখ্যসচিব হিসেবে একজন মুসলিমকে নিয়োগ দিতে যাচ্ছে। এজন্য জাবেদ উসমানিকে নিয়োগ দেয়া হবে। প্রশাসনিক কাজে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে জাবেদ উসমানির। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কার্যালয়ের যুগ্ম সচিব ছিলেন মি. উসমানি। এর আগে অটল বিহারি বাজপেয়ি ও আইকে গুজরালের প্রধানমন্ত্রীর কার্যালয়েও কাজ করেছেন তিনি। তবে সর্বশেষ ২০১০ সালে বিশ্বব্যাংকে দায়িত্ব পালন করা উসমানি বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন। অবশ্য নতুন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এখন সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতীর নিয়োগ দেয়া মুখ্যসচিব অনুপ মিশ্র’র সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছেন। এর আগে স্বাধীনতার পর শুধু একজন মুসলিম মুখ্য সচিবের দায়িত্ব পালন করেছেন। তিনি মাহমুদ বাট। ১৯৭৫-৭৬ সালে তিনি মুখ্যসচিব ছিলেন। অভিজ্ঞ এই প্রশাসনিক কর্মকর্তা উসমানির প্রার্থিতা মূলত সমাজবাদী পার্টির সবচেয়ে বেশি মুসলিম আসন পাওয়ার সঙ্গে সংশ্লিষ্ট। মুসলিমদের কোটাসহ বিভিন্ন সুবিধা দেয়ার কথা বলেই তাদের ভোট পেয়ে ক্ষমতায় এসেছে সমাজবাদী পার্টি। তাই পর্যবেক্ষকরা মনে করছে, মসুলিম কমিউনিটির কল্যাণের প্রতি মুলায়েম সিং যাদবের আন্তরিকতা রয়েছে এটা বোঝাতেই এমন উদ্যোগ। এছাড়াও এটা তাকে কোটা দেয়ার প্রতিশ্রুতি পূরণের প্রতিবন্ধকতা থেকে রক্ষা করার কৌশল। কেননা ১৮ ভাগ কোটা দেয়া, সম্ভব হবে না। এতে সাংবিধানিক বিভিন্ন বাধা রয়েছে। সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভোটারদের মন রক্ষার ব্যাপারও রয়েছে।
তাছাড়া মুখ্যসচিবের পদটি খুব বেশি দীর্ঘ হবে না। কারণ এটা বহুজন সমাজবাদী পার্টির অঞ্চল। মন্ত্রিপরিষদ সচিবের মতো গুরুত্বপূর্ণ না হলেও মুখ্যসচিবের পদটি বিভিন্ন  সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভূমিকা রাখবে।

No comments:

Post a Comment