Tuesday, April 24, 2012

কে হচ্ছেন ভারতের নতুন প্রেসিডেন্ট!









 ভারতের ১৩তম প্রেসিডেন্ট কে হচ্ছেন তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। আর ৩ মাসেরও কম সময় আছে। তারপরই নতুন প্রেসিডেন্টকে বেছে নিতে হবে ভারতবাসীকে। এখন পর্যন্ত যাদের নাম আলোচনায় ঘুরছে তারা হলেন সাবেক প্রেসিডেন্ট এপি জে আবদুল কালাম, কংগ্রেসের প্রার্থী স্যাম পিট্রোডা, ভাইস প্রেসিডেন্ট হামিদ আনসারি ও শিরোমনি আকালি দলের প্রধান প্রকাশ সিং বাদল। এ ক্ষেত্রে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বর্তমান প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্থনিও। এদের মধ্যে সাবেক প্রেসিডেন্ট এপি জে আবদুল কালামকে নিয়ে আলোচনা বেশি। এর কারণ ইতিমধ্যে তাকে সমর্থন দিতে একমত হয়েছেন সমাজবাদী পার্টির মুলায়ম সিং যাদব, এআইএডিএমকে’র জয়ললিতা, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোববার এনসিপি’র প্রধান শারদ পাওয়ার বলেছেন, তিনি ও তার দল প্রেসিডেন্ট পদে একজন অরাজনৈতিক ব্যক্তিকে দেখতে চান। এর মাধ্যমে তিনি এপি জে আবদুল কালামের দিকে ইঙ্গিত করেছেন বলে আলোচনা চলছে। তবে আলোচনা আছে শারদ পাওয়ারের দল এনসিপি প্রেসিডেন্ট পদে লোকসভার সাবেক স্পিকার পিএ সাঙ্গমা’কে মনোনয়ন দিতে পারেন। এমনই এক প্রশ্নের জবাবে তিনি ওই মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের মাত্র ১৬ জন এমপি আছেন। ফলে প্রার্থী দেয়ার জন্য আমাদের সীমাবদ্ধতা আছে।

No comments:

Post a Comment