Wednesday, April 25, 2012

সিউলকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়ার হুমকি

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলকে ধুলোর সঙ্গে মিশিয়ে দেয়ার লক্ষ্যে অচিরেই সেখানে ‘বিশেষ অভিযান’ চালানোর হুমকি দিয়েছে উত্তর কোরিয়ার সেনাবাহিনী। উত্তর কোরিয়ার নেতৃত্বকে অপমান করার অভিযোগে সিউলের বিরুদ্ধে সোমবার এ হুঁশিয়ারি দেয়া হয়। দু’পক্ষের মধ্যে এখনও তেমন কোন উস্কানিমূলক পদক্ষেপ নেয়ার বিষয়টি লক্ষ্য করা না গেলেও তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের প্রবণতা অনেক বেড়ে গেছে। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থায় দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বাসঘাতকদের চ্যালেঞ্জ মোকাবিলায় অচিরেই আমাদের সশস্ত্র বাহিনী বিশেষ অভিযান শুরু করবে। উত্তর কোরিয়া বলছে, এর লক্ষ্য হচ্ছে দক্ষিণের প্রেসিডেন্ট লী মায়ুং-বাকের বিশ্বাসঘাতক গোষ্ঠী, চরম অপরাধী এবং নিরপেক্ষ জনমতকে ধ্বংসকারী রক্ষণশীল গণমাধ্যমের মতো নগণ্য সব উপাদান। এতে বলা হয়েছে, অভিযানের মাধ্যমে তিন থেকে চার মিনিটের মধ্যেই সবকিছুকে ধুলোর সঙ্গে মিশিয়ে দেয়া হবে। উত্তর কোরিয়ার নেতৃত্বের প্রতি অবজ্ঞাসূচক মন্তব্যের প্রতিবাদে গত শুক্রবার পিয়ংইয়ংয়ে হাজার হাজার মানুষ সমাবেশ করে লীর নিন্দা করেছেন এবং তার মৃত্যু কামনা করেছেন। গত সপ্তাহে পিয়ংইয়ংয়ের সাবেক প্রেসিডেন্ট কিম ইল সুংয়ের ১০০তম জন্মবার্ষিকী উদযাপনকে লী অপমান করেছেন বলে অভিযোগ আনা হয়েছিল। লী বলেছিলেন, জন্মবার্ষিকী উদযাপন করতে রকেট উৎক্ষেপণ করতে যে ৮৫০ মিলিয়ন ডলার খরচ করা হয়েছে তা দিয়ে ২৫ লাখ টন খাদ্যশস্য কেনা যেতো।

No comments:

Post a Comment