Friday, April 6, 2012

বঙ্গোপসাগরে ভারত-মার্কিন নৌমহড়া



১০ দিনব্যাপী ভারত মার্কিন ভারি নৌমহড়া অনুষ্ঠিত হবে বঙ্গোপসাগরে। মালাবার: ২০১২ নামের বার্ষিক এ মহড়ায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মিসাইলবাহী রণতরী, বিমান বিধ্বংসী জাহাজসহ বিভিন্ন সাবমেরিন অংশ নেবে। গতকাল মার্কিন সপ্তম নৌবহরের এক বিবৃতিতে এসব কথা বলা হয়। এতে বলা হয়, ভারত ও যুক্তরাষ্ট্র একই ধরনের সামুদ্রিক ঐতিহ্য ও মূল্যবোধ লালন করে। আমাদের উভয় দেশের নৌবাহিনীগুলো প্রাকৃতিকভাবেই একে অপরের অংশীদার। আমরা চাই উভয়পক্ষের সম্পর্ক আরও মজবুত হোক। কর্মকর্তা পর্যায়ে ব্যক্তিগত যোগাযোগ বাড়ুক। কয়েক বছর ধরে নিয়মিত নৌবাহিনীর মাঠ পর্যায়ের যৌথ প্রশিক্ষণ চলে আসছে। মালাবার : ২০১২ এর সর্বশেষ সংস্করণ। যার উদ্দেশ্য বহুজাতিক সামুদ্রিক সম্পর্ক বজায় রাখা এবং যৌথ নিরাপত্তা ইস্যু নিয়ে কাজ বলে উল্লেখ করা হয় সপ্তম নৌবহরের বিবৃতিতে। এতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অংশ নেবে বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন, মিসাইলবাহী রণতরী ইউএসএস বাঙ্কার হিল, মিসাইল বিধ্বংসী ইউএসএস হেলসে ও লজিস্টিক শিপ পি-ওসি। এছাড়াও কয়েকটি সাব-মেরিন অংশ নিতে পারে বলে জানানো হয় বিবৃতিতে। এতে জানানো হয়- সমুদ্র ও উপকূল বেষ্টিত এ মহড়ায় বিভিন্ন প্রকার প্রশিক্ষণের মধ্যে থাকবে- জলদস্যুতা প্রতিরোধে অপারেশন, ক্যারিয়ার এভিয়েশন অপারেশন, সামুদ্রিক ডিউটি অপারেশনের বিষয়ে বিশেষজ্ঞ বিনিময়। এছাড়া সাব-মেরিনের বিপরীতে যুদ্ধক্ষেত্রে লড়াই করার মতো বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। মোট দু’ভাবে ভাগ করে অনুষ্ঠিত হবে মহড়া। এর মধ্যে ফেজ-১ বা প্রথম অংশ অনুষ্ঠিত হবে চেন্নাইতে। ফেজ-২ বা দ্বিতীয় অংশ হবে বঙ্গোপসাগর ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। এ মহড়ার মূল লক্ষ্য হলো- মিলিটারি মিলিটারি সহযোগিতা ও দক্ষতা বাড়ানো। তবে বিবৃতিতে ভারতের কতটি ও কি কি রণতরী অংশ নেবে এমন কিছু বলা হয়নি। Source_ The daily Manabzamin

No comments:

Post a Comment