যৌন কেলেঙ্কারির অভিযোগে এক অস্ট্রেলিয়া সেনাকে গ্রেপ্তারের পর
তীব্র সমালোচনার মুখে পড়েছে দেশটির সামরিক বাহিনী। ২৩ বছর বয়সী ওই সেনাকে
ক্যানবেরার রয়েল মিলিটারি কলেজ ডুন্ট্রুনে ২১ বছর বয়সী একজন বেসামরিক
নারীকে ধর্ষণের অভিযোগে গতকাল গ্রেপ্তার করা হয়। মাত্র কয়েক সপ্তাহ আগে
সামরিক সংস্কৃতি কেমন হবে, বিশেষ করে যৌন নিপীড়ন ও নারীদের চিকিৎসাসেবা
দেয়ার ক্ষেত্রে কিভাবে কাজ করতে হবে- এমন নীতিমালা প্রকাশ করার পর এই ঘটনা
ঘটলো।
গতকাল এ খবর দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, অভিযুক্ত ভিকটিম পুলিশকে
জানান, তার পরিচিত এক সেনা তাকে যৌন নিপীড়ন করেছে। তারপর পুলিশ সম্মতি
ব্যতীত একাধিকবার মিলিত হওয়ার দায়ে ওই সেনাকে গ্রেপ্তার করে। একজন সামরিক
মুখপাত্র যৌন নিপীড়নের দায়ে ওই সেনার বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়টি নিশ্চিত
করেছেন। তিনি বলেছেন, এ বিষয়ে সামরিক তদন্ত দল ফেডারেল পুলিশকে সহায়তা
করবে। এর আগে গত বছর অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স একাডেমির একজন নারী
ক্যাডেট অভিযোগ করেছিলেন, তার অজান্তে তাকে নিয়ে পর্নোগ্রাফি করে তা প্রকাশ
করে দেয়া হয়েছিল। যেটা ‘স্কাইপি স্ক্যান্ডাল’ নামে পরিচিতি পায়।
No comments:
Post a Comment