Sunday, April 15, 2012

জীবনে একবার হজ করতে পারবেন ভারতীয় মুসলমানরা



জীবনে একবার মাত্র হজ করতে পারবেন ভারতীয় মুসলমানরা। ভারতের কেন্দ্রীয় সরকার হাইকোর্টের প্রতি অনুরোধ জানিয়েছে বিষয়টি নিয়ে একটি আদেশ জারি করার জন্য। এর আগে নিয়ম ছিল প্রতি পাঁচ বছর পর পর একবার হজ্জ করতে পারবে মুসলমানরা। কিন্তু হজের জন্য সরকারি ভর্তুকি কমিয়ে আনতে হাইকোর্টকে এই বিধান দেয়ার অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় সরকার। বার্তা সংস্থা পিটিআইকে উদ্ধৃত করে খবর দিয়ে বার্তা ২৪ জানায়, হাইকোর্টের প্রতি এই আবেদন করার আগে কেন্দ্র সরকার থেকে জানানো হয়, এই নীতিমালা বাস্তবায়ন হলে যারা আগে হজ করেন নি তারাই প্রথমে হজ পালনের সুযোগ পাবেন। প্রথমবারের মতো হজ পালনকারীদের জন্য এটিকে একটি সুবর্ণ সুযোগ বলে আখ্যা দেয় হজ কমিটি অব ইন্ডিয়া। কমিটি আরও জানায়, এর ফলে প্রতিজন হাজী সরকারের দেয়া ভর্তুকির সুবিধা পাবেন। তাদের হজ পালন করতে খরচও কম হবে। তারা কম খরচে আরামদায়কভাবে হজ পালন করতে সক্ষম হবেন। হজ কমিটি জানায়, এবার শুধু তারাই সুযোগ পাবেন যারা এর আগে সরকারিভাবে হজ করতে চেয়ে আবেদন করে ব্যর্থ হয়েছেন। শিগগিরই হাইকোর্ট বিষয় একটি নির্দেশ জারি করবে।

No comments:

Post a Comment