মিয়ানমারের পার্লামেন্টে অংশ নেয়ার প্রাক্কালে গণতন্ত্রপন্থি
নেত্রী অং সান সু চিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বেশ কিছু
পরামর্শ দিয়েছেন। হিলারি বলেছেন, গণতন্ত্র সহজ বিষয় নয়। যুক্তরাষ্ট্রে
ফরাসি পরিচালক লুক বেসন পরিচালিত নোবেল বিজয়ী সু চির জীবনের ওপর নির্মিত
‘দি লেডি’র প্রিমিয়ার অনুষ্ঠানে হিলারি সু চির ভূয়সী প্রশংসা করেন। সোমবার
রাতে অনুষ্ঠিত অনুষ্ঠানে হিলারি বলেন, তার সঙ্গে সমপ্রতি একটি টেলিফোন
আলাপের সময় আমি বলেছি- তিনি এখন একজন আইকন থেকে রাজনীতিবিদে রূপান্তরিত
হচ্ছেন।
আমি জানি সেটা খুব সহজ কাজ নয়। মোশন পিকচার্স এসোসিয়েশন অব আমেরিকার সদর
দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, এখন আপনি পার্লামেন্টে যাবেন এবং
সেখানে নানা ব্যাপারে আপস করতে শুরু করবেন। এটাই হচ্ছে গণতন্ত্র। এটা কোন
খারাপ শব্দ নয়। তিনি বলেন, আমি সু চিকে বলেছি, তার সঙ্গে তীব্র মতবিরোধ
রয়েছে এখন এমন মানুষের সঙ্গেও তাকে কাজ করতে হবে। তবে এটাই হচ্ছে
গণতান্ত্রিক প্রক্রিয়ায় করা প্রতিশ্রুতির অংশ।
Source: http://mzamin.com/index.php?option=com_content&view=article&id=40266:2012-04-10-15-32-29&catid=46:2010-08-29-13-50-00&Itemid=77
Source: http://mzamin.com/index.php?option=com_content&view=article&id=40266:2012-04-10-15-32-29&catid=46:2010-08-29-13-50-00&Itemid=77
No comments:
Post a Comment