Tuesday, April 10, 2012

মোসাদ-এর সাবেক প্রধান বললেন ইসরাইলকে করুণ পরিণতি ভোগ করতে হবে



সাহিত্যে নোবেল জয়ী জার্মান লেখক গুন্টার গ্রাসের পর এবার ইসরাইলকে হুঁশিয়ার করলেন ইসরাইলেরই গোয়েন্দা সংস্থা মোসাদ-এর সাবেক প্রধান মেইর দাগান। তিনি বললেন, ইসরাইলের রাজনীতিকে দুর্নীতি গ্রাস করে নিচ্ছে। এ দেশটিকে করুণ পরিণতি ভোগ করতে হবে। আয়ারল্যান্ডের প্রেস টিভি জানায়, তিনি এমন মন্তব্য করেছেন জেরুজালেম পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে। এতে দাগান বলেছেন, আমি মনে করি আমাদের দেশ এমন এক ব্যবস্থার মধ্য দিয়ে যাচ্ছে যেখানে সরকার দেশ চালাতে অসমর্থ হয়ে পড়েছে। আমরা কিনারায় চলে এসেছি। তবে আমি বলবো না এটা একটি বিপর্যয়ের কিনারা। এটা তার চেয়েও বড় কিছু। ফলে আগামীতে কি করুণ পরিণতি ঘটবে তাই আমরা প্রত্যক্ষ করছি। সমপ্রতি গুন্টার গ্রাস ইসরাইলের ইরান হামলা নিয়ে একটি কবিতা লিখেছেন জার্মান একটি পত্রিকায়। এতে তিনি ইসরাইলের এমন হামলা চালানোর মানসিকতার নিন্দা জানিয়েছেন। এর ফলেই তাকে ইসরাইলে নিষিদ্ধ করা হয়েছে। গত বেশ কিছু দিন ধরেই ইসরাইল ইরানে হামলা চালাতে পারে- এমন একটি প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে। ওদিকে যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে তার নৌবাহিনীর দ্বিতীয় বিমানবাহী যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। এসব মিলে ইরান হামলা এখন একটি সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ঠিক এ সময়ে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ-এর মতো সংস্থার সাবেক একজন প্রধান মেইর দাগানের মুখে তার দেশের অভ্যন্তরীণ বিষয়ে খোলামেলা কথা বেরিয়ে এলো। তিনি দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। দাগান বলেছেন, যেসব মানুষ ট্যাক্স দিচ্ছে অথবা যারা সামরিক বাহিনীতে রয়েছে তারা সরকার থেকে কোন সমর্থন, সহায়তা পাচ্ছে না। অন্যদিকে যারা কোন কাজ করছে না, যারা ট্যাক্স দিচ্ছে না এমনকি সেনাবাহিনীতে নেই তারা সবই পাচ্ছে। ইসরাইলে অর্থনৈতিক অবস্থা নিয়ে সরকারের বিরুদ্ধে খুব একটা কথা কাউকে বলতে দেখা যায় না। তবে ২০১১ সালে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অর্থনৈতিক ও সামাজিক নীতির বিরুদ্ধে মধ্য জুলাইতে রাজপথে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। ওই বিক্ষোভ ছিল সামাজিক শৃঙ্খলা ও ইসরাইলের বিদ্যুৎ বিষয়ক অবকাঠামো নিয়ে।

No comments:

Post a Comment