
পাকিস্তানে বিমান দুর্ঘটনায় ১২৭ জন নিহত হওয়ার ঘটনায় সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী এ দুর্ঘটনা তদন্তে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন। শুক্রবার ইসলামাবাদের বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে গিয়ে কাছের একটি আবাসিক এলাকায় যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয়। বিবিসি জানিয়েছে, ভোজা এয়ার জেট এর বিমানটি ১২৭ জন আরোহী নিয়ে করাচি থেকে ইসলামাবাদ যাচ্ছিল। দুর্ঘটনায় বিমানের সব আরোহীই নিহত হয়েছে। ইসলামাবাদের কাছে হুসাইন আবেদ গ্রামে বিধ্বস্ত বিমানের ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকাজ শুক্রবার রাতেই বন্ধ করা হয়েছে। তখনও পর্যন্ত জীবিত কাউকে উদ্ধার করা যায়নি। বিমানটির ককপিটের ফ্লাইট রেকর্ডার উদ্ধার করে তদন্তকারীদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ভোজা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমানটিতে ১২১ জন যাত্রী এবং ছয় জন ক্রু ছিলেন। করাচি থেকে আরোহীদের পরিবারের একজন করে সদস্যকে ইসলামাবাদ নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে ভোজা এয়ারের এক কর্মকর্তা জানিয়েছেন। নিহতের স্বজনরা অনতিবিলম্বের এ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে তার জনসম্মুখে প্রকাশ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ন্যাশনাল ডাটাবেজ অ্যান্ড রেজিস্ট্রেশন অথরিটির কর্মকর্তারা মৃতদেহগুলো শনাক্ত করার কাজে সহযোগিতা করছেন। বেশ কিছু মৃতদেহ বিকৃত হয়ে যাওয়ায় ডিএনএ পরীক্ষার সহায়তা নেয়া হচ্ছে। বিমানটি পাকিস্তান সময় বিকাল ৫টায় করাচি বিমানবন্দর ছেড়েছিল। সন্ধ্যা পৌনে ৭টায় এর ইসলামাবাদ পৌঁছার কথা ছিল। ডন জানিয়েছে, বিমানটি যখন বিধ্বস্ত হয়ে তখন ওই এলাকায় প্রবল বর্ষণ হচ্ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও বেসামরিক বিমান কর্তৃপক্ষের ধারণা, বজ্রপাত এর কারণ হতে পারে। তবে দুর্ঘটনার কারণ তদন্তে প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বিচার বিভাগীয় একটি তদন্ত কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন। গিলানি এ বিমান দুর্ঘটনাকে পাকিস্তানের ইতিহাসে একটি মর্মান্তিক ট্র্যাজেডি বলে উল্লেখ করেছেন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক বলেছেন, এ দুর্ঘটনার তদন্তের জন্য বেশ কিছু এয়ারলাইন্সের কর্মকর্তাকে পাকিস্তান ত্যাগ না করার নির্দেশ দেয়া হয়েছে। ওদিকে মার্কিন বিমান কোম্পানি বোয়িংএ দুর্ঘটনা তদন্তে পাকিস্তানকে কারিগরি সহযোগিতা দেয়ার প্রস্তাব করেছে। এক শোক বার্তায় বোয়িং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছে, এ দুর্ঘটনা তদন্তে পাকিস্তান বেসামরিক বিমান কর্তৃপক্ষকে তারা সহযোগিতা করতে তৈরি আছেন।
No comments:
Post a Comment