Tuesday, April 24, 2012

পরাজিত সারকোজি, ২য় দফা নির্বাচন ৬ই মে






















বিশ্লেষকদের কথাই সত্য হলো। বিরোধী সোশ্যালিস্ট দলের প্রতিদ্বন্দ্বী ফ্রাঁসোয়া হল্যান্ডির কাছে প্রথম দফা প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হলেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। কিন্তু  হল্যান্ডিও শতকরা ৫০ ভাগ ভোট অর্জনে ব্যর্থ হলেন। এজন্য আগামী ৬ই মে ফ্রান্সে দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচন হবে। ফ্রান্সের ইতিহাসে এই প্রথমবার কোন ক্ষমতাসীন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় ধরাশায়ী হলেন। রোববারের নির্বাচনে নিকোলাস সারকোজি পেয়েছেন শতকরা ২৭ দশমিক ১ ভাগ ভোট। তার চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন ফ্রাঁসোয়া হল্যান্ডি। তিনি পেয়েছেন শতকরা ২৮ দশমিক ৬ ভাগ ভোট। ফলে প্রথম দফার নির্বাচনে প্রথম অবস্থানে রয়েছেন হল্যান্ডি। দ্বিতীয় অবস্থানে রয়েছেন নিকোলাস সারকোজি। শতকরা ১৮ ভাগ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন ন্যাশনাল ফ্রন্টের মেরিন লি পেন। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ১০ প্রার্থী। বাকিরা রয়েছেন আরও নিচের দিকে।

No comments:

Post a Comment