
যুক্তরাষ্ট্রে গুপ্তচরের দায়িত্বে থাকা বহুল আলোচিত রাশিয়ান স্পাই অ্যানা চ্যাপম্যান এক মার্কিন এটর্নির প্রেমে পড়েছিলেন। নিউ ইয়র্কের সেই প্রভাবশালী আইনজীবী অবশ্য অ্যানার সম্পর্কে বন্ধুদের সঙ্গে বেশ বুক ফুলিয়েই কথা বলতেন। ২০১০ সালের জুনে অ্যানাকে যখন পুলিশ গ্রেপ্তার করে তখন তিনি ওই আইনজীবীর সঙ্গেই থাকতেন। অ্যানাকে পরে রাশিয়ার পক্ষে গোয়েন্দাগিরি করার অপরাধে ওই বছরই জুলাই মাসে রাশিয়ায় ফেরত পাঠানো হয়। যুক্তরাষ্ট্রে বসে রাশিয়ার হয়ে গোপনে কাজ করার পাশাপাশি মার্কিন এটর্নির সঙ্গে প্রেম করলেও এ সম্পর্কে তার কিছুই জানা ছিল না। নিউ ইয়র্ক পোস্ট এক রিপোর্টে জানিয়েছে অ্যানা জন অ্যালটোরেইলির সঙ্গে তার ৩৭ স্ট্রিট অ্যাপার্টমেন্টেই থাকতেন। অ্যানা গ্রেপ্তার হওয়ার ঠিক আগে তার সম্মানে জন একটি পার্টিও দিয়েছিলেন। ওই পার্টিতে অ্যানাকে জন তার জীবনের শ্রেষ্ঠ নারী বলে বন্ধুদের কাছে পরিচয় করিয়ে দিয়েছিলেন। অ্যানাকে নিয়ে জন রীতিমতো গর্ব বোধ করতেন বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে কখন কিভাবে রোমান্টিক সম্পর্ক গড়ে উঠেছিল সেটা স্পষ্ট নয়। তবে রিপোর্টে বলা হয়েছে স্ত্রী’র সঙ্গে বিচ্ছেদ এবং শরীরের ওজন কমানোর পরপরই জন অ্যানার নজর কাড়েন। জন নানা ধরনের পোশাক এবং গহনার উপহারে অ্যানাকে তুষ্ট করে দুজনেই বিশাল অ্যাপার্টমেন্টে থাকতেন। বিশিষ্ট ফটোগ্রাফার প্যাটরিক ম্যামুলানের ওয়েব সাইটে এখনও অ্যানার সঙ্গে তোলা জনের যুগল ছবি রয়েছে। বিভিন্ন সূত্র দাবি করেছে এখন বন্ধ করে নেয়া হলেও অ্যানা চ্যাপম্যানের ওয়েবসাইটে তাদের অসংখ্য যুগল ছবি ছিল। অ্যানার গোপন গোয়েন্দা জীবন সম্পর্কে অবহিত ছিলেন এমন কোন অভিযোগ জনের বিরুদ্ধে আনা হয়নি। অবশ্য অ্যানা তাকে এক সময় অবশ্য তার ভিসা নিয়ে সমস্যার কথা জানিয়েছিলেন বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
No comments:
Post a Comment