
নরওয়েতে নৃশংস গণহত্যা পরিচালনাকারী আন্দ্রেস বেহরিং ব্রেইভিক
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে হত্যার পরিকল্পনা করেছিল। ২০০৯ সালে
ওবামা যখন অসলো সিটি হলে নোবেল পুরস্কার বিতরণী উৎসবে পুরস্কার নিতে
উপস্থিত হয়েছিলেন, তখন এ পরিকল্পনা করেছিল সে। এ খবর দিয়ে বার্তা সংস্থা
এএনআই জানিয়েছে, ২০১১ সালের ২২শে জুলাই অসলোতে জোড়া হামলা পরিচালনার মূল
আসামি ব্রেইভিক নোবেল পুরস্কার বিতরণী উৎসবে গাড়িবোমা হামলার পরিকল্পনা
করেছিল।
পুলিশের কাছে দেয়া জবানবন্দিতে সে বলেছে, যেহেতু সারা বিশ্বের অগণিত মানুষ
নোবেল পুরস্কার বিতরণী উৎসব দেখতে টেলিভিশনে চোখ রাখবে, সে সময় সেখানে বোমা
হামলা চালালে তার একটি প্রতীকী অর্থ দাঁড়াবে। তবে, কয়েক স্তরের নিশ্ছিদ্র
নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে অসলো সিটি হলে বোমা হামলার পরিকল্পনা বাতিল করে
ব্রেইভিক। তাছাড়াও ব্রেইভিকের ভাষ্যমতে, অসলো সিটি হলে পুরস্কার বিতরণীর
সময় খুব বেশিসংখ্যক ‘বিশ্বাসঘাতকের’ উপস্থিতি ছিল না। আগামী ১৬ই এপ্রিল
ব্রেইভিককে নরওয়েতে নৃশংস হত্যাযজ্ঞের অভিযোগে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো
হবে। ব্রেইভিক যদি মানসিকভাবে সুস্থ বলে প্রমাণিত হয় ও সন্ত্রাসবাদের দায়ে
দোষী সাব্যস্ত হয়, তবে তাকে ২১ বছর বা বিশেষ ব্যবস্থায় অনির্দিষ্টকালের
জন্য কারাদণ্ড দেয়া হতে পারে।
No comments:
Post a Comment