Saturday, April 21, 2012

‘হোমস শহর মুছে ফেলতে চান আসাদ’
























গাদ্দাফির শাসন ব্যবস্থা যেভাবে লিবিয়ার মানচিত্র থেকে বেনগাজিকে মুছে ফেলতে চেয়েছিল, সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ ঠিক তেমন করে হোমস শহরকে মানচিত্র থেকে মুছে ফেলতে চান। বৃহস্পতিবার এক নির্বাচনী প্রচারণায় ইউরোপ-১ রেডিওকে এসব কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। সারকোজি বলেন, সিরিয়ার ব্যাপারে চীন ও রাশিয়ার বিশ্ব সমপ্রদায় থেকে বিচ্ছিন্ন হয়ে থাকার বিষয়টি আর দীর্ঘায়িত হবে না। দামেস্কের বিরুদ্ধে দ্রুতই দেশ দু’টি বিশ্ব সমপ্রদায়ের সঙ্গে যোগ দেবে। এদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী অ্যালেইন জুপে আন্তর্জাতিক সমপ্রদায়কে সিরিয়াতে তাদের দায়িত্ব পালন করার আহবান জানিয়েছেন। ফরাসি বিএফএম টিভিকে গতকাল তিনি বলেন, যদি কফি আনানের শান্তি পরিকল্পনা ব্যর্থ হয়, তবে আমাদের অন্য পদ্ধতির মুখোমুখি হতে হবে। তিনি জানান, মার্কিন সমর্থিত জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞাসহ যে কোন কঠিন প্রস্তাব সমর্থন করবে ফ্রান্স। তিনি বলেন, শান্তি পরিকল্পনাই গৃহযুদ্ধের আগের সর্বশেষ সুযোগ। আমাদের আর বসে অপেক্ষা করার সময় নেই। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে সিরিয়ার বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। কথিত ফ্রেন্ডস অব সিরিয়া গ্রুপের এক সভায় বৃহস্পতিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে এই আহ্বান জানান তিনি। ১৩ মাসের রক্তাক্ত সংঘর্ষ ও প্রাণহানি বন্ধে অস্ত্র নিষেধাজ্ঞার পাশাপাশি অন্যান্য কঠিন পদক্ষেপ নেয়ারও দাবি জানান হিলারি। এখনই সামরিক হস্তক্ষেপের কথা না বললেও তিনি জানান কফি আনানের শান্তি পরিকল্পনা মানতে বাধ্য করার জন্য আমাদের পরিপার্শ্বিক কঠোর ব্যবস্থা নিতে হবে। আসাদকে দমাতে অন্য সব বিকল্প টেবিলে রাখার কথাও বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

No comments:

Post a Comment