Saturday, April 21, 2012

মার্কিন সিক্রেট সার্ভিসে যৌন কেলেঙ্কারি তরুণীর ছবি প্রকাশ






















Source: The daily Manabzamin
মার্কিন সিক্রেট সার্ভিসে যৌন কেলেঙ্কারির ঘটনায় জড়িত থাকার দায়ে অভিযুক্ত এক কলাম্বিয়ান তরুণীর বিকিনি পরা কয়েকটি ফটো প্রকাশ করা হয়েছে একটি সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক সাইটে। গতকাল এ খবর দিয়ে নিউ ইয়র্ক ডেইলি নিউজ জানিয়েছে, কেবল ডানিয়া পরিচয়ে প্রকাশ হওয়া ছবিতে তাকে বিভিন্ন অঙ্গভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেছে। ছবিতে ওই তরুণী বিশেষ ভঙ্গিতে তার শরীরের অংশ প্রদর্শন করছেন। সিক্রেট সার্ভিসের দু’জন সুপারভাইজার এ কেলেঙ্কারিতে জড়িত হওয়ার খবর প্রকাশের পর ফটোগুলো প্রকাশিত হলো। এই কেলেঙ্কারিতে জড়িত থাকার ডেভিড চেনি নামের একজন কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে এবং গ্রেগ স্টোকস নামের আরেকজনকে অপসারণ করা হয়েছে। অন্য আরেকজন তদন্তের অংশ হিসেবে বরখাস্ত হওয়ার পর পদত্যাগ করেন। এদের মধ্যে স্টোকস ছিলেন সিক্রেট সার্ভিসের ক্যানিন ট্রেনিং সেন্টারের প্রধান। এই ঘটনায় জড়িত নারী ৯ বছর বয়সী এক সন্তানের মা ডানিয়া মুখ খোলার পর বিশ্ব মিডিয়ায় তোলপাড় হওয়া কেলেঙ্কারিতে জড়িতদের পরিচয় প্রকাশ পায়। ২৪ বছর বয়সী ডানিয়া বলেছেন, তাকে একজন পুরুষের সঙ্গে একরাত কাটানোর জন্য ৮শ’ ডলার ফি’র ৩০ ডলার প্রদান করা হয়েছিল। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি তাকে বলেছিলাম আমার বাকি ডলার পরিশোধ করো। এই ঘটনায় সিক্রেট সার্ভিস এজেন্সির সম্মান ধুলোয় মিশে যায়। একইসঙ্গে নির্বাচনের বছর বিষয়টি একটি বিব্রতকর পরিস্থিতি তৈরি করে প্রেসিডেন্ট বারাক ওবামার জন্য। সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে তাদের তিনজন সদস্যকে গত সপ্তাহে হোটেল ক্যারিবেতে অসৌজন্যমূলক আচরণের জন্য বরখাস্ত করা হয়েছে। এমন সংবাদ দেয়ার পর গতকাল বিষয়টিতে মাদক ব্যবহার সংশ্লিষ্ট আছে কিনা- এ নিয়ে তদন্ত হচ্ছে বলে জানিয়েছে এবিসি নিউজ। গত বুধবারের কুৎসিত ওই রাতের বিস্তারিত বেরিয়ে এসেছে স্বঘোষিত পতিতা ও এক সন্তানের সিঙ্গেল মা ডানিয়ার স্বীকারোক্তি পর। তিনি বলেন, তিনি ডিস্কো পার্টিতে একজন এজেন্টের সঙ্গে মিলিত হন। পুরো রাত ড্রিঙ্কস করেন। কারটানেগাতে প্লে ক্লাবে সময় কাটান। ডানিয়া বলেন, তারা আমাকে বলেনি তারা ওবামার লোক। যে কোন বিব্রতকর অবস্থা এড়াতে তারা সতর্ক ছিল। তিনি বলেছেন, তাদের একজন হোটেলে রাত কাটানোর জন্য তাকে ৮শ’ ডলার দিতে রাজি হন। পরে সকালে মহিলা হোটেল ছাড়ার আগে তাদের দু’জনের মধ্যে হোটেলের ফ্রন্ট ডেস্কে তার ডলার নিয়ে তর্ক হয়। তখন তারা ৩০ ডলার দিতে চায়। পরে বিষয়টি কলাম্বিয়ার আইন প্রয়োগকারীদের মধ্যে গিয়ে পৌঁছায়। এ ঘটনায় শেষ পর্যন্ত ২২৫ ডলার পান বলে কলাম্বিয়াতে এক সাক্ষাৎকারে দাবি করেন ওই মহিলা। পরের দিন এক বন্ধুর মাধ্যমে ওই নারী জানতে পারেন যে, তাদের ওই ঝগড়া খবরে পরিণত হয়েছে। এবং ওই লোকেরা ছিল সিক্রেট সার্ভিসের লোক।

No comments:

Post a Comment