
আল কায়েদার সাবেক নেতা ওসামা বিন লাদেনের পরিবারের সদস্যরা শুক্রবার ভোরে পাকিস্তান থেকে সৌদি আরবে পৌঁছেছেন। তাদের পারিবারিক আইনজীবী আমির খলিল জানিয়েছেন, একটি বিশেষ বিমানে করে তাদের পাকিস্তান থেকে সৌদি আরবে পাঠানো হয়েছে। এতে লাদেনের তিন স্ত্রী এবং ১১ সন্তান রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসলামাবাদের যে বাড়িতে লাদেন পরিবারকে আটক রাখা হয়েছিল, সেখানে থেকে সাদা রঙের একটি মিনিভ্যান সবাইকে বিমানবন্দরে নিয়ে যায়। গণমাধ্যম কর্মীরা ভ্যানটি ঘিরে থাকায় লাদেনের দুই স্ত্রী ভ্যানে উঠতে অস্বীকার করেন। পরে গাড়ির জানালাগুলো ঢেকে দেয়া হলে তারা ভ্যানে ওঠেন। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আদালতের আদেশ অনুসারে বিন লাদেনের পরিবারের ১৪ সদস্যকে পাকিস্তান ত্যাগের অনুমতি দেয়া হয়। প্রয়োজনীয় নিরাপত্তার মধ্যে একটি অতিথিশালায় পরিবারটিকে রাখা হয়েছিল। তাদের ইচ্ছা অনুযায়ী আজ (শুক্রবার) তাদের সৌদি আরবে পাঠানো হয়েছে। অবৈধভাবে পাকিস্তানে প্রবেশের অভিযোগে এ মাসের প্রথম দিকে বিন লাদেনের তিন স্ত্রীকে ৪৫ দিনের কারাদণ্ডের আদেশ দিয়েছিল আদালত। আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারের দিন ৩রা মার্চ থেকেই তাদের সাজার মেয়াদ শুরু হয়েছিল। সাজার মেয়াদ শেষে আদালত তাদের পাকিস্তান ছেড়ে যাওয়ারও আদেশ দিয়েছিল। গত বছরের ২রা মে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর গোপন অভিযানে নিহত হন আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন। তার বিধবা তিন স্ত্রী ও ১১ সন্তান তখন থেকেই পাকিস্তান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিরাপত্তা বাহিনীর হেফাজতে ছিলেন। লাদেনের স্ত্রী ও সন্তানদের ভবিষ্যৎ কি হবে- তা নিয়ে গত কয়েকমাস ধরেই আন্তর্জাতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল। তাদের সৌদি আবর ফেরার মধ্যে দিয়ে আপাতত সেই আলোচনার ইতি ঘটলো।
No comments:
Post a Comment