একসঙ্গে ৯ সন্তানের মা হতে যাচ্ছেন মেক্সিকোর এক নারী। তার গর্ভের
ছয়টি মেয়ে ও তিনটি ছেলে শিশু এখন পৃথিবীর আলো দেখার অপেক্ষায় রয়েছে।
মেক্সিকোর টেলিভিশন চ্যানেল টেলিভিসা বৃহস্পতিবার রাতে এ কথা জানিয়েছে।
উত্তর-পূর্ব মেক্সিকোর কোয়াহুইলা স্টেটের বাসিন্দা এই নারীর নাম কার্লা
ভানেজা পেরেজ বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এতে তার বয়স উল্লেখ না করে
বলা হয়েছে, কার্লা কোয়াহুইলার স্টেটের রাজধানী সাতিল্লোর এক হাসপাতালে
চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন। চিকিৎসকরা বলছেন, সন্তান ধারণ করার জন্য
বিশেষ চিকিৎসা গ্রহণের ফলেই তার গর্ভে এতগুলো শিশু এসেছে। মেক্সিকোর সরকারি
বার্তা সংস্থা নোটিমেক্সে জানিয়েছে, আগামী ২০শে মে কার্লা পেরেজের ৯
সন্তান ভূমিষ্ঠ হতে পারে। নোটিমেক্সকে কার্লা বলেছেন, বাচ্চাদের কার কি নাম
হবে তা এখনও ঠিক করিনি, এখনও অনেক সময় আছে। সবকিছু যেন ভালোয় ভালোয় হয়, তা
নিয়েই ভাবছি আমি। তার আশা অনুযায়ী, ‘সব ভালোয় ভালোয়’ হলে এক সঙ্গে নয়
সন্তান জন্ম দেয়ার একটি রেকর্ড হবে এটি। এর আগে ২০০৯ সালে ক্যালিফোর্নিয়ার
এক নারীর একসঙ্গে আট সন্তানের জন্ম দেয়ার ঘটনা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।
Source: http://www.mzamin.com/index.php?option=com_content&view=article&id=41870:2012-04-27-14-39-12&catid=46:2010-08-29-13-50-00&Itemid=77
Source: http://www.mzamin.com/index.php?option=com_content&view=article&id=41870:2012-04-27-14-39-12&catid=46:2010-08-29-13-50-00&Itemid=77
No comments:
Post a Comment