
নেপালের প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই এ মাসের শেষ
নাগাদ পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের
ব্যাপারে বৃহস্পতিবার রাতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি
সমঝোতার অংশ হিসেবেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। সংবিধান প্রণয়নের পথকে সুগম
করতে বিরোধী দল প্রধানমন্ত্রী ভট্টরাইয়ের পদত্যাগ দাবি করেছিলেন। কিন্তু
বৃহস্পতিবার মধ্যরাতে বর্তমান মন্ত্রিসভার ৪৮ জন মন্ত্রীই একযোগে পদত্যাগ
করেছেন। তিন প্রধান রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং জয়েন্ট ডেমক্রেটিক মাদেশি
ফ্রন্ট বৃহস্পতিবার ওই গুরুত্বপূর্ণ বৈঠকে জাতীয় ঐকমত্যের সরকার গঠনের
লক্ষ্যে পাঁচ দফা চুক্তিতে পৌঁছেছেন। এ জাতীয় ঐক্যের সরকারই ২৭শে মের
সময়সীমার মধ্যে সংবিধান প্রণয়নের কাজ বাস্তবায়ন করবে। ওই নির্ধারিত সময়ের
মধ্যে খসড়া সংবিধান প্রণয়নে সহযোগিতার জন্য ভট্টরাই প্রধান বিরোধী দলের
দু’জন সদস্যসহ অন্যান্যদের নিয়ে দুদিনের মধ্যে নতুন সরকার গঠন করবেন।
ভট্টরাইয়ের তথ্য উপদেষ্টা রাম রিজন যাদব বলেছেন, একবার সংবিধান প্রণয়নের
কাজ সম্পন্ন হয়ে গেলে প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন এবং ক্ষমতা হস্তান্তর
করবেন। ওই সমঝোতা অনুযায়ী নেপালি কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার সংবিধান
প্রণীত হওয়ার পর এক বছরের মধ্যে পার্লামেন্ট নির্বাচনের আয়োজন করবে। ২০০৬
সালে মাওবাদী বিদ্রোহীরা সশস্ত্র বিদ্রোহ ত্যাগ করার পর নতুন একটি সংবিধানই
হচ্ছে শান্তি প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। ওই সমঝোতা বৈঠকে
অংশগ্রহণকারী নেপালের কমিউনিস্ট (ইউনাইটেড মার্কসিস্ট লেলিনিস্ট) পার্টির
ভীম রাওয়াল বলেছেন, এখন সবচেয়ে গুরুত্ব দেয়া হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যেই
সংবিধান প্রাথমিক খসড়া প্রণয়ন শেষ করা। নেপালে একটি ঐকমত্যের সরকার গঠনের
ব্যাপারে সমঝোতার মাধ্যমে সেখানকার রাজনৈতিক সঙ্কট দূর হবে বলে ধারণা করা
হচ্ছে।
No comments:
Post a Comment