Thursday, May 17, 2012

শাহরুখ খান চাইলে তিনি নগ্ন হবেন...

ভাবখানা তার এই যে, প্রচার পেতে, জনপ্রিয়তা পেতে যা খুশি তা-ই করবেন। বলছি, ভারতের এ সময়ের বহুল আলোচিত পুনম পাণ্ডের কথা। পর্নো তারকা এক সানি লিওনকে বাদ দিলে তার সঙ্গে খুল্লাম খুল্লা কাণ্ডকারখানা ঘটানোর মতো তারকা আর সম্ভবত পাওয়া যাবে না। সমপ্রতি কেউ কেউ তাকে ওই সানি লিওনের সঙ্গেও তুলনা করছেন। তাকে বলা হয় স্ট্রিপ কুইন বা নগ্নতার রানী। তো, পুনম পাণ্ডে ফের সংবাদে আসার কারণ হলো- তিনি বলেছেন, বলিউড বাদশা শাহরুখ খান চাইলে তিনি নগ্ন হতে পারেন। পুনম পাণ্ডে বলেছেন, তিনি শাহরুখ খানের ভীষণ ভক্ত। শাহরুখ খান যদি চান তাহলে তিনি আইপিএল সিরিজে তার দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে নগ্ন হতে পারেন। এর মাধ্যমে তিনি ওই দলের খেলোয়াড়দের উজ্জীবিত করতে চান। একটি টেলিভিশন চ্যানেলকে পুনম পাণ্ডে বলেন, শাহরুখ খান চাইলে তার ও তার দলের জন্য আমি নগ্ন হবো। এতে তার দল আগামী ম্যাচগুলো জিতবে। তবে তার এ প্রস্তাবে শাহরুখ খান কি বলেছেন তা জানা যায়নি।

No comments:

Post a Comment