Thursday, May 17, 2012

২৫ কোটি রুপির বিজ্ঞাপন

এক বছরে সরকারের গুণকীর্তন করে ২৫ কোটি রুপির বিজ্ঞাপন দেয়া হয়েছে। এ নিয়ে ভারতে তীব্র সমালোচনা চলছে। না, ওই বিজ্ঞাপন ভারতের কেন্দ্রীয় সরকার বা ক্ষমতাসীন জোটের নয়। ওই বিজ্ঞাপন দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার প্রশাসন। বলা হচ্ছে, এটিই হতে পারে একদিনে একটি বিজ্ঞাপনের ক্ষেত্রে সবচেয়ে বেশি অঙ্কের বিজ্ঞাপন। গতকাল অনলাইন জি-নিউজ জানায়, তামিলনাড়ুতে অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগাম (এআইএডিএমকে) সরকারের এক বছর পূর্তি উদযাপন শুরু হয়ে গেছে। সেখানকার মুখ্যমন্ত্রী জয়ললিতার ক্ষমতা গ্রহণের এক বছর পূর্ণ হয়েছে গতকাল। এ উপলক্ষে এক বছরে এআইএডিএমকে সরকারের অর্জন নিয়ে প্রশাসন জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে বিশাল বিজ্ঞাপন দিয়েছে। তাতে ২০২৩ সালের মধ্যে তামিলনাড়ুকে সম্পূর্ণ উন্নত রাজ্যে পরিণত করার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। অনুমান করা হচ্ছে সব মিলে ওই বিজ্ঞাপনের পিছনে গতকালই খরচ করা হয়েছে ২৫ কোটি রুপি। এর তীব্র সমালোচনা করেছেন সিপিআইয়ের নেতা গুরুদাস দাসগুপ্ত। গতকাল যে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে তার মূল প্রতিপাদ্য- ‘দ্য ভিশন ফর তামিলনাড়ু ফর ২০২৩’। এতে রাজ্যকে সবচেয়ে উন্নত ও অগ্রগতিশীল করতে দেয়া হয়েছে প্রতিশ্রুতি। বলা হয়েছে, ওই রাজ্যে শিক্ষিতের হার হবে অনেক বেশি। থাকবে না দারিদ্র্য। জনগণের নিত্যদিনের পণ্য সরবরাহ স্বাভাবিক করার কথা বলা হয়েছে। জনগণকে কম দামে অথবা বিনামূল্যে পণ্য  দেয়ার কথা বলা হয়েছে। তাতে রয়েছে কম দামে চাল দেয়া, সস্তায় বৈদ্যুতিক সরঞ্জাম সরবরাহ, বিনামূল্যে ল্যাপটপ ও গৃহপালিত পশু দেয়ার কথা। এতে বলা হয়েছে, ভারতের মধ্যে তামিলনাড়ুই একমাত্র রাজ্য যেখানে বিনামূল্যে চাল, বৈদ্যুতিক পাখা, জুতা দেয়া হয়েছে মানুষজনকে। জয়ললিতার প্রশাসনকে আম্মা প্রশাসনও বলা হয়।

No comments:

Post a Comment