Tuesday, May 22, 2012

যে বাড়িতে গোপনীয়তা নেই

ব্যক্তিগত গোপনীয়তা মানুষের অন্যতম মানবাধিকার। এর একটি মূল্যবোধ রয়েছে সব দেশ ও সমাজে। যদিও বর্তমান প্রযুক্তির যুগে প্রাইভেসি লঙ্ঘনের ঘটনা অহরহ ঘটছে। তবে নিজের বাসা সবার জন্যই একটি প্রিয় আশ্রয় যেখানে ব্যক্তির গোপনীয়তা রক্ষিত হয়। কিন্তু জাপানের স্থপতি সাও ফুজিমোটো এমন একটি বাড়ি তৈরি করেছেন গ্লাস দিয়ে যেখানে প্রাইভেসি বলতে কিছু নেই। এর ভেতরে কে কি করছেন সব দেখা যাচ্ছে বাইরে থেকে। জাপানের টোকিওতে অবস্থিত ‘এনএ’ নামের তিনতলা বাড়িটি জিতে নিয়েছে একটি পুরস্কারও। টোকিও বিশ্ববিদ্যালয়ের প্রভাষক গ্লাসের বাড়িটিতে ২১টি ফ্লোর ফ্ল্যাট ব্যবহার করেছেন বসবাসকারী ও মেহমানদের থাকা, খাওয়া, রান্না করা, খেলাধুলা ও শোয়ার জন্য। গ্রীষ্মকালে আরামদায়ক হওয়ার জন্য ফ্লোর ফ্ল্যাটগুলোকে বিশেষ মেটেরিয়াল দিয়ে বানানো হয়েছে। বহুতল বিশিষ্ট বাড়িটিতে কোন ফোনবুথ না থাকলেও এতে রয়েছে ছোট বড় শাখা বিশিষ্ট গাছের আকৃতি। যাতে করে মনে না হয় যে এটা সম্পূর্ণ বিচ্ছিন্ন একটা এলাকা। বরং মনে হবে যে, এটা একটা সংযুক্ত বাড়ি। যদিও বাড়িটি দেখতে সম্পূর্ণ স্বচ্ছ ও সব কিছু দেখা যায়। তবে এতে বিশেষ প্রাইভেসি রক্ষার জন্য এক ধরনের মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে। যা বাতি বন্ধ করা থেকে শুরু করে বিভিন্ন রকম প্রাইভেসি রক্ষা করতে সক্ষম। স্বচ্ছ জায়গায় থাকার কারণে এর বসবাসকারীরা সাধারণ পোশাক ছাড়া বাইরে চলে আসার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

No comments:

Post a Comment