সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় এবার ২ পাকিস্তানির
শিরশ্ছেদ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা দু’টি হত্যাকাণ্ডে দোষী
সাব্যস্ত হয়েছে। গতকাল এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। সৌদি আরবের
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এ কথা জানানো হয়। যে ২ পাকিস্তানির
শিরশ্ছেদ করা হয়েছে তারা হলেন বশির আফ্রিদি ও রাহমুল ওয়াহাব আবদুল্লাহ।
তারা দু’জনেই অন্য এক পাকিস্তানি নাগরিক মোহাম্মদ হাজিকে হত্যা করেছেন।
তারপর তার সবকিছু কেড়ে নেন। এছাড়া তারা হত্যা করেছেন অন্য এক নারীকে। অন্য
এক নারী হত্যার কারণও তারা। তবে এই দু’নারীর নাম ও তাদের পরিচয় প্রকাশ করা
হয়নি। এই শিরশ্ছেদের মধ্য দিয়ে এই বছর সৌদি আরবে মোট শিরশ্ছেদের সংখ্যা
দাঁড়ালো ২৮। বার্তা সংস্থা এএফপি’র হিসাব মতে, ২০১১ সালে সৌদি আরবে
শিরশ্ছেদ করা হয়েছে কমপক্ষে ৭৬ জনকে। তবে মানবাধিকার বিষয়ক গ্রুপ
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, এ সংখ্যা কমপক্ষে ৭৯। সৌদি আরবে ধর্ষণ,
স্বধর্ম ত্যাগ, সশস্ত্র ডাকাতি, মাদক পাচার, হত্যার মতো অপরাধে
মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে।
No comments:
Post a Comment