পশ্চিমা স্টাইলে পোশাক পরায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা
পশ্চিমা স্টাইলে পোশাক পরার কারণে ইতালিতে বসবাসকারী
অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করেছে এক ভারতীয়। ওই ভারতীয় ব্যক্তির নাম সিং
কুলবির। ঘটনার পর সে ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর পিয়াসেনজার পুলিশের কাছে
বলেছে, তার স্ত্রীর নাম কাউর বালবিন্দে (২৭)। বারবার বারণ করা সত্ত্বেও
বালবিন্দে ভারতীয় রীতি বাদ দিয়ে পশ্চিমা ধাঁচের পোশাক পরতে থাকেন। এ নিয়ে
স্বামী-স্ত্রীতে অনেক কথা কাটাকাটি হয়েছে। এ পর্যায়ে সমপ্রতি কুলবির তার
স্ত্রীকে হত্যা করে। তারপর লাশ পো নদীতে ফেলে দেয়। নিখোঁজ হওয়ার ১৫৩ দিন পর
গত রোববার বালবিন্দের লাশ পো নদীতে ভেসে ওঠে। সে খবর পুলিশে যায়। পুলিশ
তথ্য-তালাশ করতে করতে কুলবিরের সন্ধান পায়। বালবিন্দের একটি ৫ বছর বয়সী
ছেলে আছে এবং তিনি ছিলেন ৩ মাসের অন্তঃসত্ত্বা। তার স্বামী কুলবির চাকরি
করে একটি কৃষিবিষয়ক কোম্পানিতে। সেখানে সে একটি গবাদিপশুর ফার্মে গবাদিপশু
দেখাশোনা করতো। বাসেলিকো ডুসে গ্রামে তাদের দিনকাল ভালই যাচ্ছিল। কিন্তু
ইদানীং বালবিন্দে পশ্চিমা স্টাইলের পোশাক পরার কারণে কুলবিরের সন্দেহ হয়
তার স্ত্রী তাকে ছেড়ে চলে যেতে পারে। এমন ভাবনা থেকে সে তার স্ত্রীকে হত্যা
করে।
No comments:
Post a Comment