Wednesday, May 30, 2012

নিয়ম ভঙ্গের কথা স্বীকার করলেন ব্যারোনেস ওয়ারসি

নিয়ম ভঙ্গের কথা প্রকাশ্যে স্বীকার করলেন বৃটেনের কনজার্ভেটিভ পার্টির কো-চেয়ারম্যান পাকিস্তানি বংশোদ্ভূত ব্যারোনেস ওয়ারসি। লন্ডনে নিজের বাসা ভাড়া পাওয়ার কথা না জানিয়ে তিনি হাউজ অব লর্ডসের নিয়ম ভঙ্গ করেছেন। তিনি নিজের বাড়ি ভাড়া দিয়ে অর্থ আদায় করলেও যখন এক বন্ধুর বাসায় থেকেছেন তখনও তিনি ভাড়া বাসায় থাকছেন বলে সরকারি কোষাগার থেকে অর্থ তুলেছেন। এ নিয়ে বৃটেনে তোলপাড় চলছে। বলা হচ্ছে, তিনি ওই সময় প্রতি রাতের জন্য ১৬৫ পাউন্ড করে নিয়েছেন। এসব কথা প্রকাশ হয়ে পড়ায় তার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের ডাক উঠেছে। লেবার দলের এমপিরা তার বিরুদ্ধে এমন তদন্তের আহ্বান জানিয়েছেন।  বৃটেনে হাউজ অব লর্ডসের সদস্যদের নিজের কোন বাসা থাকলে তা রেজিস্ট্রারে উল্লেখ করতে হয়। যাদের বাসা নেই তারা বাসা ভাড়ার জন্য অতিরিক্ত অর্থ পান। কিন্তু ওয়ারসি ওই রেজিস্ট্রারে নিজের বাড়ির কথা উল্লেখ করেননি। ফলে তিনি সরকারি কোষাগার থেকে অর্থ পেয়েছেন। এদিকে কেবিনেট অফিস থেকে বলা হয়েছে, রেজিস্ট্রারে ওয়ারসির বাসা থাকা ও এর থেকে ভাড়া পাওয়ার বিষয়টি উল্লেখ না করাটা ছিল ভুল। এতে বলা হয়, তিনি ওয়েম্বলির ফ্লাটের কথা রেজিস্ট্রার অব মিনিস্টারস ইন্টারেস্টে উল্লেখ করেছেন। এটি কেবিনেট অফিস ও এইচএম রেভিনিউ অ্যান্ড কাস্টমসেও উল্লেখ করা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসায় নতুন করে ঝামেলায় পড়বেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এমনিতেই নিউজ অব দ্য ওয়ার্ল্ড ও সংস্কৃতিমন্ত্রীর বিএসকেওয়াইবি ঘটনা নিয়ে বিপদের মুখে রয়েছেন ক্যামেরন। গতকাল এ খবর দিয়ে ডেইলি মেইল জানায়, ওয়ারসি বলেছেন, তিনি এ সম্পত্তি ২০০৭ সালে কিনেছেন। ২০১০ সালে মন্ত্রী হওয়ার পর সেখানে বসবাস শুরু করেন তিনি। যার কারণে রেজিস্ট্রার অব মিনিস্টারস ইন্টারেস্টে উল্লেখ করলেও ভুলে রেজিস্ট্রার অব লর্ডস ইন্টারেস্টে এটি উল্লেখ করা হয়নি। তিনি বলেন, আমি ভুলের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি, তখন এর মূল্য বা ভাড়া কোনটাই বাস্তবতায় আসেনি। কিন্তু যখন এটি সামনে এসেছে তখনই আমি এটা রেজিস্ট্রার অব লর্ডস ইন্টারেস্টে জানিয়েছি। হাউজ অব লর্ডসের সদস্যদের ৫শ’ পাউন্ডের বেশি আয় হলে তার উৎস জানাতে হয়।

No comments:

Post a Comment