পুরুষের জন্য জন্মবিরতিকরণ পিল!

পুরুষদের জন্যও জন্মবিরতিকরণ পিল বানানো সম্ভব। একটি
জিন’কে চিহ্নিত করার পর এমন আশা ব্যক্ত করেছেন বিজ্ঞানীরা। এডিনবার্গের
গবেষকরা বলেছেন, পুরুষের প্রজননতন্ত্রে সুস্থ শুক্রাণু উৎপাদনে খুবই
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি জিন। তারা ওই জিনটিকে শনাক্ত করতে
পেরেছেন। এ বিষয়ে গবেষকরা ইঁদুরের ওপর পরীক্ষা চালিয়ে কাটনাল নামের ওই
জিনটিকে শনাক্ত করেন। এটি শুক্রাণু উৎপাদনের চূড়ান্ত পর্যায়ে ভূমিকা রাখে।
তাই বিজ্ঞানীরা বলছেন, ওই কাটনাল নামের জিনটির স্বাভাবিক কাজে ব্যাঘাত
ঘটাতে পারলেই সে শুক্রাণু উৎপাদন করতে পারবে না। ফলে কাটনালকে নিষ্ক্রিয়
করতে পারলে সেই পদ্ধতিতে পুরুষের জন্য জন্মনিরোধক পিল আবিষ্কার করা সম্ভব।
প্রজনন বিশেষজ্ঞরা বলছেন, এমন একটি পিলের খুবই দরকার। পুরুষের জন্য এখন
পর্যন্ত যেসব জন্মনিরোধক ব্যবস্থা আছে তা হলো কনডম ব্যবহার করা অথবা
ভ্যাসেকটমি করানো। ইউনিভার্সিটি অব এডিনবার্গের সেন্টার ফর রিপ্রোডাকটিভ
হেলথ-এর গবেষকরা এখন পুরুষের দেহে অনুর্বরতার কারণ কি তা নিয়ে গবেষণা
করছেন। তারা ইঁদুরের জেনেটিক কোড একের পর এক ব্যবহার করে দেখছেন কোনটির
কারণে অনুর্বরতা আসে। এ গবেষণা করতে গিয়েই তারা কাটনালের সন্ধান পান।
ইউনিভার্সিটি অব এডিনবার্গের ডা. লি স্মিথ বলেছেন, আমরা যদি এই গবেষণায় সফল
হই তাহলে আমরা জন্মনিরোধক পিল তৈরি করতে পারবো।
No comments:
Post a Comment