একটি সন্তানের মুখ দেখতে দম্পতিদের কতই না আকাঙ্খা! যাদের সন্তান নেই
অথবা সন্তান হয় নাÑ তারা বোঝেন একটি সন্তান না থাকার বেদনা। তাই তো সুদূর
বৃটেন থেকে এমন দম্পতিরা অথবা সিঙ্গেল লোকজন (যাদের বিয়ে হয়নি বা বিয়েতে
যাদের আপত্তি আছে) তারা একটি সন্তানের জনক বা জননী হতে ছুটে আসেন ভারতে।
এখানে এসে মায়েদের গর্ভ ভাড়া নেন। একটি সন্তানের জন্য ২১ লাখ রুপি পর্যন্ত
তারা গর্ভ ভাড়া নিয়ে থাকেন। বৃটেনে এ ভাবে গর্ভ ভাড়া নেয়া নিষিদ্ধ বলে তারা
ছুটে আসেন ভারতে। ভারতে এমন সেবা দেয়ার জন্য এখন ১০০০ ক্লিনিক আছে। তারা
বৃটিশ নর-নারীকে সন্তানের জন্য গর্ভ ভাড়া নিতে সহায়তা করে থাকে। এক্ষেত্রে
গড়ে তারা ২৫ হাজার পাউন্ড বা ২১ লাখ রুপিতে একটি গর্ভ ভাড়া নিয়ে থাকেন। গত
বছরে এভাবে ভারতে ভাড়া করা গর্ভে জন্ম নিয়েছে ২০০০ শিশু। তাই ভারতীয়
কর্তৃপক্ষ এখন বিশ্বাস করছে, গর্ভ ভাড়া বাণিজ্যে ভারত প্রতি বছর ১৫০ কোটি
পাউন্ড আয় করছে এবং এই ব্যবসাকে জরুরি ভিত্তিতে রেগুলেট করতে হবে। ভারতে
কোন মা যদি ডিম্বানু দান করেন এবং গর্ভ ভাড়া নেন তাহলে তাকে দেয়া হয় ৫
দশমিত ২ লাখ রুপি। এর মাধ্যমে ভারতে এসে বৃটিশ ব্যাংকার, সরকারি সিনিয়র
চাকরিজীবি, বহুজাতিক কোম্পানির নির্বাহীরা, এমনকি বৃটেনের জাতীয় স্বাস্থ্য
সেবায় নিয়োজিতরা ভারতে এসে গর্ভ ভাড়া নিচ্ছেন। Wednesday, May 30, 2012
ভারতে ২১ লাখ রুপিতে গর্ভ ভাড়া
একটি সন্তানের মুখ দেখতে দম্পতিদের কতই না আকাঙ্খা! যাদের সন্তান নেই
অথবা সন্তান হয় নাÑ তারা বোঝেন একটি সন্তান না থাকার বেদনা। তাই তো সুদূর
বৃটেন থেকে এমন দম্পতিরা অথবা সিঙ্গেল লোকজন (যাদের বিয়ে হয়নি বা বিয়েতে
যাদের আপত্তি আছে) তারা একটি সন্তানের জনক বা জননী হতে ছুটে আসেন ভারতে।
এখানে এসে মায়েদের গর্ভ ভাড়া নেন। একটি সন্তানের জন্য ২১ লাখ রুপি পর্যন্ত
তারা গর্ভ ভাড়া নিয়ে থাকেন। বৃটেনে এ ভাবে গর্ভ ভাড়া নেয়া নিষিদ্ধ বলে তারা
ছুটে আসেন ভারতে। ভারতে এমন সেবা দেয়ার জন্য এখন ১০০০ ক্লিনিক আছে। তারা
বৃটিশ নর-নারীকে সন্তানের জন্য গর্ভ ভাড়া নিতে সহায়তা করে থাকে। এক্ষেত্রে
গড়ে তারা ২৫ হাজার পাউন্ড বা ২১ লাখ রুপিতে একটি গর্ভ ভাড়া নিয়ে থাকেন। গত
বছরে এভাবে ভারতে ভাড়া করা গর্ভে জন্ম নিয়েছে ২০০০ শিশু। তাই ভারতীয়
কর্তৃপক্ষ এখন বিশ্বাস করছে, গর্ভ ভাড়া বাণিজ্যে ভারত প্রতি বছর ১৫০ কোটি
পাউন্ড আয় করছে এবং এই ব্যবসাকে জরুরি ভিত্তিতে রেগুলেট করতে হবে। ভারতে
কোন মা যদি ডিম্বানু দান করেন এবং গর্ভ ভাড়া নেন তাহলে তাকে দেয়া হয় ৫
দশমিত ২ লাখ রুপি। এর মাধ্যমে ভারতে এসে বৃটিশ ব্যাংকার, সরকারি সিনিয়র
চাকরিজীবি, বহুজাতিক কোম্পানির নির্বাহীরা, এমনকি বৃটেনের জাতীয় স্বাস্থ্য
সেবায় নিয়োজিতরা ভারতে এসে গর্ভ ভাড়া নিচ্ছেন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment