আন্তর্জাতিক মুক্ত সাংবাদিকতা দিবসে ইন্টারন্যাশনাল
ইউনিয়ন অব জার্নালিস্ট (আইএফজি) পাকিস্তানকে সাংবাদিকদের জন্য সবচেয়ে
ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে ঘোষণা দিয়েছে। এদিকে জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠান
ইউনেস্কোও এক রিপোর্টে সাংবাদিকদের জন্য দ্বিতীয় ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে
উল্লেখ করেছে। ইউনেস্কোর মতে, গত বছর মেক্সিকোর পরে সবচেয়ে বেশি সাংবাদিক
নিহত হয়েছেন পাকিস্তানে। এ বছরের গত চার মাসে পাকিস্তানে হত্যা করা হয়েছে
দু’জন সাংবাদিক। আর ২০১১ সালে হত্যা করা হয়েছে ১৬ জন সাংবাদিক। তাই আইএফজি
পাকিস্তানকে সাংবাদিকদের ভয়াবহ ও ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে আখ্যায়িত করেছে।
পাকিস্তান ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (পিএফইউজে) এক রিপোর্টে বলা হয়েছে,
নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিপূর্ণ বলে পরিচিত বেলুচিস্তান, সিন্ধু ও খায়বার
প্রদেশই সাংবাদিকদের জন্য হুমকি বেশি। পিএফইউজে’র কর্মকর্তা পারভেজ শওকত
বলেন, পাকিস্তানে সংবাদকর্মীদের হামলা, হুমকি ও সন্ত্রাসের শিকার হতে হয়। এ
কারণে অনেক সাংবাদিক তাদের রিপোর্টে কাটছাঁট করেন, যাতে তাদের কোন বিরূপ
পরিস্থিতির শিকার হতে না হয়। তিনি বলেন, এছাড়াও কম বেতন, চাকরিচ্যুতির
আশঙ্কা এবং কাজের সহায়ক পরিবেশ না পাওয়ার সমস্যা তো আছেই। পাকিস্তানের
সাংবাদিক সংগঠনগুলো বলছে, পাকিস্তানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মীদের
পোহাতে হয় নানা ঝামেলা। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী, গত বছর পাকিস্তানে ১৬
সাংবাদিক ছাড়াও সবচেয়ে বেশি ১৮ সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে মেক্সিকোতে।
মিসরে হত্যা করা হয়েছে ১১ সাংবাদিককে। নিউ ইয়র্কভিত্তিক সংগঠন কমিটি টু
প্রোটেক্ট জার্নালিস্টের (সিপিজে) জানিয়েছে, গণমাধ্যমের ওপর সবচেয়ে বেশি
নিয়ন্ত্রণ আরোপ করা হয় আফ্রিকার দেশ ইরিত্রিয়ায়। এর রিপোর্ট অনুযায়ী,
‘সবচেয়ে বেশি সেন্সরশিপ’ আরোপিত দেশগুলোর এই তালিকায় এরপরই আছে উত্তর
কোরিয়া, সিরিয়া ও ইরান। বৃহস্পতিবার বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবস সামনে
রেখে বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যম পরিস্থিতি, সরকারের নিয়ন্ত্রণ বা
সেন্সরশিপ আরোপ নিয়ে বুধবার এই রিপোর্ট প্রকাশ করে সিপিজে। আন্তর্জাতিক
গণমাধ্যমগুলোকে প্রবেশে বাধা, অভ্যন্তরীণ গণমাধ্যমের ওপর কঠোর নিয়ন্ত্রণ
আরও এবং সংবাদ প্রচার-প্রকাশে নানাভাবে বাধা দেয়া হয় এমন শীর্ষ ১০ দেশের
একটি তালিকা দেয়া হয়েছে এই রিপোর্টে। এ তালিকার বাকি ছয়টি দেশ হলো- বিষুবীয়
গিনি, উজবেকিস্তান, মিয়ানমার, সৌদি আরব, কিউবা ও বেলারুশ।
No comments:
Post a Comment