
৬ বছরের এক বালককে যৌন হয়রানির অপরাধে
স্কুল থেকে ৩ দিনের জন্য বহিষ্কার করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ বলছে, একটি
মেয়েকে গানের একটি লাইন উদ্ধৃত করে সে বলেছিল, ‘আমি যৌন আবেদনসম্পন্ন ও আমি
তা জানি।’ এ খবর দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, যুক্তরাষ্ট্রের
সেইবল এলিমেন্টারি স্কুলে এ ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই তাকে বাড়িতে পাঠানোর
সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এদিকে যৌন হয়রানির ইস্যুতে বয়সের কোন বাধা নেই
বলে জানান স্কুলের কর্মকর্তারা। অন্য শিক্ষার্থীদের মনোযোগে ব্যাঘাত ঘটানোর
অভিযোগও রয়েছে ৬ বছরের ওই বালকের বিরুদ্ধে। এদিকে বহিষ্কৃত ওই শিক্ষার্থীর
মা বলছেন, একই গানের লাইন উদ্ধৃত করে দ্বিতীয়বারের মত সমস্যায় জড়িয়েছে সে।
No comments:
Post a Comment