Sunday, May 13, 2012

রেকর্ড গড়লেন মৌলভীবাজারের জিলানি চৌধুরী

মৌলভীবাজার কলেজের ছাত্র ইউনিয়নের সাবেক নেতা জিলানি চৌধুরী রেকর্ড গড়লেন। প্রথম বাংলাদেশী হিসেবে তিনি গ্রেটার লন্ডনের ইসলিংটনের মেয়র হিসেবে মনোনীত হয়েছেন। প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, আমি ইসলিংটনের মেয়র মনোনীত হতে পেরে খুবই আনন্দিত। এটা আমার জন্য বড় সম্মানের। গত রাতেই বার্ষিক কাউন্সিল মিটিংয়ে তার এ পদে শপথ নেয়ার কথা রয়েছে। গতকাল এ খবর দিয়েছে অনলাইন ইসলিংটন গেজেট। এতে বলা হয়, তার জন্ম বাংলাদেশে। বয়স ৪৭ বছর। তিনি ১৯৯২ সালে ইসলিংটনে চলে যান। সেখানেই স্ত্রী ও তিন সন্তান নিয়ে বসবাস করছেন। ২০০৬ সাল থেকে তিনি বার্নসবারি ওয়ার্ডের প্রতিনিধিত্ব করছিলেন। তিনি দেশে অবস্থানকালে বাংলাদেশের সামরিক সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। তখন তিনি মৌলভীবাজার কলেজ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। পরে তিনি ছিলেন বাংলাদেশের সিভিল সার্ভিস এসোসিয়েশনের প্রধান। এই সংগঠনটি কর্মচারীদের অধিকার ও সমান সুযোগের জন্য কাজ করে। জিলানি চৌধুরী বলেন, একজন কাউন্সিলর হিসেবে আমি দেখেছি মানুষ এই বরো’তে সবচেয়ে বেশি যে সমস্যা মোকাবিলা করছে তা হলো আবাসস্থল নিয়ে। কিন্তু একজন মেয়র হিসেবে আমি সবাইকে সমান সুযোগ দেয়ার চেষ্টা করবো। এখানে এত ভিন্ন ভিন্ন দেশের, ভিন্ন ভিন্ন জাতির মানুষের বসবাস। এ এলাকাটি বহু সংস্কৃতির হয়ে গেছে। এটা খুব ভাল দিক। তিনি বলেন, বাংলাদেশ যখন সামরিক শাসনের অধীনে ছিল তখন সংবাদপত্রের কোন স্বাধীনতা ছিল না। একজন ছাত্র হিসেবে তা আমাকে আন্দোলনে যেতে উদ্বুদ্ধ করেছে।

No comments:

Post a Comment