Sunday, May 13, 2012

সেনাপ্রধানকে আন্না হাজারের আমন্ত্রণ

ভারতের গান্ধীবাদী ও দুর্নীতি বিরোধী আন্দোলনের নেতা আন্না হাজারে দেশটির সেনাপ্রধান জেনারেল ভি কে সিংকে তার দলে যোগ দেয়ার আমন্ত্রণ জানিয়েছেন গতকাল। এক র‌্যালিতে আন্না বলেন, অবসরের পর এই জাতীয় আন্দোলনে যোগ দিতে চাইলে আমরা তাকে স্বাগত জানাবো। এই প্রথম সেনাপ্রধানকে সরাসরি আমন্ত্রণ জানালেন হাজারে। এর আগে টিম আন্নার কলিগ অরবিন্দ ও কিরণ বেদি সরকারের বিরুদ্ধে সংগ্রামে সেনাপ্রধানকে সমর্থন করে টুইটারে বার্তা দিয়েছিলেন। এর আগে ৬ই মে সেনাপ্রধানকে সমর্থন করা এক র‌্যালিতে বাবা রামদেব ও টিম আনার থিঙ্কট্যাঙ্কের সদস্যরা অংশ নিয়েছিলেন। সেখানে রামদেবের সহকারীরা বলেছিলেন আন্না হাজারে, বাবা রামদেব ও জেনারেল সিং-ভারতের নতুন ইতিহাসের খসড়া। গতকাল এ খবর দিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

No comments:

Post a Comment