Wednesday, May 23, 2012

ওবামাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানালেন বিলাওয়াল

ন্যাটো বাহিনীর হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। তিনি বলেছেন, ওবামার সাহস দেখানো উচিত। তার উচিত পাকিস্তানের কাছে ক্ষমা চাওয়া। গত বছর ন্যাটোর হামলায় পাকিস্তানের ২৪ সেনা নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে সম্পর্কে টানাপড়েন সৃষ্টি হয়। ওদিকে সোমবার রাতে নিউ ইয়র্কে দলীয় কর্মী ও সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন বিলাওয়াল। তিনি ন্যাটোর সেই হামলার কথা সামনে এনে বলেন, আমি প্রেসিডেন্ট ওবামাকে কিছুটা সাহস দেখানোর আহ্বান জানাচ্ছি। আমি বুঝি, তিনি ফের প্রেসিডেন্ট নির্বাচন করছেন। কিন্তু তিনি সেই ব্যক্তি যিনি আশা ও পরিবর্তনের কথা দিয়ে বিশ্বকে উদ্বুদ্ধ করেছিলেন। তাই পাকিস্তান তার পক্ষ থেকে একটি ক্ষমা দাবি করতেই পারে। সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ২৩ বছর বয়সী পুত্র বিলাওয়াল এ সময় পাকিস্তানের ভিতরে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা বন্ধ করারও আহ্বান জানান। তিনি বলেন, তিনি এমন এক সময়ে যুক্তরাষ্ট্র সফর করছেন যখন ৬৫ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক গুরুত্বপূর্ণ অবস্থায় রয়েছে। এ খবর দিয়ে অনলাইন জি-নিউজ জানায়, পাকিস্তানের ভিতরে ন্যাটো বাহিনীর হামলায় ২৪ সেনা সদস্য নিহত হওয়ার পর দু’দেশের সম্পর্কে উত্তেজনা দেখা দেয়। পাকিস্তান এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে ক্ষমা চাওয়ার প্রস্তাবে অটল। একই সঙ্গে তারা চায় পাকিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা বন্ধ হোক। ওদিকে বিলাওয়ালের পিতা, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে শিকাগোতে ন্যাটো সম্মেলনে দেখা করতে অস্বীকৃতি জানান বারাক ওবামা। সেখানেও ওই একই ইস্যু তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়ায়।

No comments:

Post a Comment